শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অবশেষে প্রকাশ্যে রণবীর কাপুর ও আলিয়া ভাটের কন্যার নাম। আলিয়া বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মেয়ের নাম প্রকাশ করেছেন। তিনি একটি ছবিও পোস্ট করেন। সেই ছবিতে যেখানে দেখা যাচ্ছে রণবীরের কোলে রয়েছে শিশুকন্যা। পাশে থাকা আলিয়া মেয়ের দিকে তাকিয়ে রয়েছেন। রণলিয়ার কন্যার নাম রাখা হয়েছে ‘রাহা’। নামটি রেখেছেন রণবীরের মা নীতু কাপুর।
আলিয়া মেয়ের নাম প্রকাশ্যে আনার পাশাপাশি ‘রাহা’ নামের সুন্দর অর্থ তুলে ধরেছেন অভিনেত্রী। সংস্কৃতে ‘রাহা’ শব্দের অর্থ বংশ। আর সোহাহিলি ভাষায় এর অর্থ আনন্দ। আরবি ভাষায় ‘রাহা’র অর্থ শান্তি। রাহা মানে স্বাধীনতা, আনন্দও।
আরও পড়ুন:

হোমিওপ্যাথি: অর্শে কষ্ট পাচ্ছেন? রেহাই পেতে জেনে নিন কী করবেন, কী করবেন না

দিন চারেকের মধ্যেই জাঁকিয়ে ঠান্ডা! বৃহস্পতি থেকে পারদপতন, শীতের আমেজ সপ্তাহশেষে

উল্লেখ্য, গত ৬ নভেম্বর আলিয়া কন্যাসন্তানের জন্ম দেন। এর পর রণলিয়ার কন্যার কী নাম রাখা হবে তা নিয়ে চলে জোর চর্চা। আলিয়ার কন্যাসন্তানের জন্মানোর পর অভিনেত্রী নীতু কাপুরও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। এবার কন্যার নাম প্রকাশ্যে আনলেন আলিয়া।

Skip to content