শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জাভেদ আখতার। ছবি: সংগৃহীত।

শাবানা আজমি ‘ফায়ার’ ছবিতে সমকামী সম্পর্কে অভিনয় করে ঝড় তুলেছিলেন। প্রায় দু’দশক আগে মুক্তি পাওয়া ওই ছবি নিয়ে বিস্তর বিতর্ক হয়। এ বার আলিয়া ভাট ও রণবীর সিংহ অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে শাবানা ধর্মেন্দ্রের ঠোঁটে ঠোঁট রেখেছেন। এ বার অবশ্য কোনও বিতর্ক হয়নি। উল্টে শাবানা-ধর্মেন্দ্র দর্শককে চমকে দিয়েছেন।
আলিয়া ও রণবীরের এই ছবিতে চুম্বন প্রসঙ্গে ধর্মেন্দ্রও মুখ খুলেছেন। তাঁকে প্রথম বার প্রায় ১৮ বছর আগে ‘লাইফ ইন আ… মেট্রো’ ছবিতে চুম্বন করতে দেখা গিয়েছিল। সেই ছবিতে তিনি নাফিসা আলির ঠোঁটে ঠোঁট রেখেছিলেন। এ বার শাবানার ঠোঁট ছোঁয়ালেন বীরু। এই বয়সে ঘনিষ্ঠ দৃশ্যে ধর্মেন্দ্রকে দেখে অনেকেই মন্তব্য করেছেন। যদিও বীরুর জবাব, ভালোবাসার আবার কোনও বয়স হয় নাকি। ধর্মেন্দ্র কথায়, ‘‘বয়স যাই-ই হোক না কেন, মানুষ তাঁর ভালোবাসার মানুষের প্রতি এ ভাবেই অনুভূতি জানান। দৃশ্যটি শুট করার সময় আমি বা শাবানা কেউই অস্বস্তি অনুভব করিনি।’’
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩১: বিড়াল ঘাঁটলেই কি ডিপথেরিয়া হতে পারে?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫: চন্দ্রমণির বধূবরণ

‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবি দেখে কি আপত্তি জানান জাভেদ? এ নিয়ে কি খানিকটা অস্বস্তিতে শাবানার স্বামী জাভেদ আখতার? এ প্রসঙ্গে শাবানা জানিয়েছেন, ‘‘প্রেক্ষাগৃহে দেখলাম আমাদের চুম্বনের দৃশ্য দেখে সবাই হাততালি দিচ্ছেন, হাসছেন। শুটিংয়ের সময়ও আমার অস্বস্তি বোধ হয়নি। ধর্মেন্দ্রর মতো একজন সুপুরুষকে চুম্বনের সুযোগ কেউ কি হাতছাড়া করবে!’’
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-২২: পঞ্চমের সুরে কিশোর-আশার গাওয়া ‘জীবন কে হার মোড় পে’ গানটির কথা মনে পড়ে?

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-২৫: কালাদেওর ইতিহাস

যদিও স্ত্রী শাবানাকে ধর্মেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখে অস্বস্তি বোধ করেন জাভেদ আখতার! শাবানা জানান, অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় দেখে একেবারেই অস্বস্তিতে পড়ে যান জাভেদ। মূলত শাবানার পর্দায় চরিত্রায়ণ দেখে তাঁর অস্বস্তি হয়েছিল। বাস্তবের শাবানার সঙ্গে এর মিল নেই। জাভেদ আখতারের কথায়, ‘‘পর্দার শাবানাকে চিনতেই পারছি না। আমার পাশে বসা শাবানা আর পর্দার শাবানার মধ্যে বিস্তর ফারাক।’’

Skip to content