রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


‘ডিয়ার কমরেড’ ছবির একটি দৃশ্যে রশ্মিকা ও বিজয়। ছবি: সংগৃহীত।

বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি, তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন সর্বত্র। যদিও বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দনা কোনও দিনই জনসমক্ষে তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। করণ জোহরের ‘কফি উইথ করণ’ থেকে মলদ্বীপ ভ্রমণ— নিজেদের প্রেমের রঙে ভরিয়ে দিয়েছেন বিজয়-রশ্মিকা।
এই চর্চিত যুগল একাধিক বার উভয়ের পরিবারের সঙ্গে সময়ও কাটিয়েছেন। বিজয়-রশ্মিকা অনুরাগীদেরও অন্যতম সেরা জুটি। বিভিন্ন সময় তাঁদের বিচ্ছেদের জল্পনা ভেসে উঠলেও সম্প্রতি সেই জল্পনায় জল ঢাললেন রশ্মিকা নিজেই। অভিনেত্রী সমাজমাধ্যমের পাতায় নিজের প্রিয় ‘কমরেড’ বিজয়ের সঙ্গেই ছবিও শেয়ার করেছেন।
আরও পড়ুন:

বাইশ গজের পর এ বার কি রুপোলি পর্দায় দেখা যাবে ধোনিকে? মুখ খুললেন স্ত্রী ও প্রযোজক সাক্ষী সিংহ ধোনি

ককটেলেই ফিরবে যৌবন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের চমক

‘ডিয়ার কমরেড’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। পরিচালনা করেছিলেন ভরত কম্মা। বিজয় ও রশ্মিকা এই ছবিতে জুটি বেঁধেছিলেন। কলেজ ইউনিয়ন একজন নেতা এবং এক জন উঠতি ক্রিকেটারের প্রেমের গল্প দর্শকের নজর কেড়েছিল। খবর, ‘ডিয়ার কমরেড’ ছবির সেট থেকেই তাঁদের প্রেমের সম্পর্কের শুরু। এর আগে বিজয় ও রশ্মিকা ‘গীত গোবিন্দম’ নামে একটি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। এই ছবির সেটে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। যা পরে ‘ডিয়ার কমরেড’-এ কাজ করার সময় গভীর প্রেমের সম্পর্কে পরিণত হয়।
আরও পড়ুন:

জাঙ্ক জুয়েলারি তো পছন্দ করেন, কিন্তু জানেন কি এর যত্ন কীভাবে নিতে হয়? রইল সহজ টিপস

শেষমেশ পর্দা সরল, আয়নার সামনে বসে রূপটানে মগ্ন রূপসী, তিনি কে?

এবার ‘ডিয়ার কমরেড’ ছবির চার বছর পূর্তিতে রশ্মিকা সেই সব স্মৃতি ঘেঁটে দেখলেন। ইনস্টাগ্রামের পাতায় বিজয় ও ভরত কম্মার সঙ্গে তোলা ছবিও অভিনেত্রী পোস্ট করেন। এই ছবি দেখে অনুরাগীদের ধারণা, রশ্মিকা ও বিজয়ের প্রেমে ইতি টানার খবর স্রেফ ভুয়ো ছাড়া আর কিছু না।

Skip to content