বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


রণবীর কাপুর ও রশ্মিকা মন্দনা। ছবি: সংগৃহীত।

বলিউডে তাঁর অভিনীত ‘গুডবাই’ ও ‘মিশন মজনু’ দু’টি ছবিই ব্যর্থ। তার পরেও রশ্মিকার জীবনে ‘অ্যানিমাল’ ছবি আশার আলো দেখাচ্ছে। এমনটা মনে করছেন নায়িকা। রণবীর কাপুর, রশ্মিকা মন্দনা অভিনীত এই ছবি আগামী ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে। ‘অ্যানিমাল’ ছবি পরিচালনা করছেন ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবীর সিংহ’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা।
ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির পোস্টার ও ‘প্রি-টিজার’। সব মিলিয়ে উচ্ছ্বসিত রশ্মিকা। নায়িকা আগেই জানিয়ে দিয়েছেন, ‘অ্যানিমাল’ বাজিমাত করতে চলেছে। তাঁর এই আত্মবিশ্বাসের কারণও নায়িকা জানিয়েছেন। রশ্মিকা বক্তব্য, ‘অ্যানিম্যাল’ নিয়ে তিনি ভীষণ আশাবাদী। তবে ছবির প্রথম প্রচার ঝলক প্রকাশ্যে আসার পরে বিতর্ক শুরু হয়। নেটাগরিকদের একাংশের অভিযোগ, ‘অ্যানিম্যাল’ নাকি দক্ষিণ কোরিয়ার একটি ছবি থেকে নাকি হুবহু নকল করা হয়েছে। তাঁরা ছবির প্রথম ঝলকের সঙ্গে দক্ষিণ কোরিয়ার ‘ওল্ডবয়’ ছবির একটি দৃশ্যের নাকি মিল খুঁজে পেয়েছেন।
আরও পড়ুন:

বাঁচুন নিজের শর্তে, জীবনে কখনও ভুলেও এই সব নিয়ম ভাঙবেন না

অমর শিল্পী তুমি, পর্ব-২: কাজের আশায়, তারকা অশোককুমারের গাড়িতে নয়, লোকাল ট্রেনে-বাসে ঘুরে বেড়াতেন কিশোর

যদিও অভিনেত্রী এ সবে মাথা ঘামাতে নারাজ। রশ্মিকার জানান, ‘‘ডিসেম্বর মাস আমার জন্য খুবই লাকি। আমার প্রথম ছবি ‘কিরিক পার্টি’ ডিসেম্বরে মাসেই মুক্তি পেয়েছিল। আবার ‘পুষ্পা’, ‘চমক’, ‘অঞ্জনি পুত্র’ও এই মাসেই মুক্তি পায়। ‘অ্যানিম্যাল’ আমার অভিনীত পঞ্চম ছবি, যেটি ডিসেম্বরে মুক্তি পাবে। আমি খুবই উত্তেজিত।’’
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৬৮: উন্নতমানের প্রোটিনের উৎস বলেই মাছ এত জনপ্রিয়

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬: গার্হস্থ্য জীবনের প্রারম্ভে ভৈরবী ব্রাহ্মণীর আগমন

রশ্মিকা এও জানান, দর্শক ‘অ্যানিমাল’-এর মতো ছবি আগে দেখেননি। ছবির চরিত্রটাই নাকি একদম অন্য রকম। নায়িকে নিজেও কখনও ভাবেননি এমন এক চরিত্রে তিনি কখনও অভিনয় করবেন। তিনি এখন অপেক্ষায় রয়েছেন ‘অ্যানিমাল’ ছবিতে দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য!

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content