রানি মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
রানি মুখোপাধ্যায় প্রথম বার মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন ২০১৫ সালে। তবে তার পরেও ২০২০ সালে অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়েছিলেন। কিন্তু তাঁর সেই সন্তান পৃথিবীর আলো দেখেনি। কারণ, পাঁচ মাসেই গর্ভপাত হয় রানির। এই প্রথম বার সেই দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
অঘটন কী ভাবে ঘটল?
সম্প্রতি রানি মুখোপাধ্যায় মেলবোর্নে গিয়েছিলেন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে। সেখানে তিনি ছিলেন মূল বক্তা। সেখানেই অভিনেত্রী প্রথম বারের জন্য তাঁর গর্ভপাত সংক্রান্ত বিষয়টি প্রকাশ্যে আনেন। অতিমারির সময় রানি গর্ভবতী হয়েছিলেন। যদিও পাঁচ মাসের মাথায় তিনি সন্তান হারান। সেই সময়ই ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবির শুটিং শুরু হয়েছিল। ছবি মুক্তির সময় সন্তান হারানোর যন্ত্রণার তিনি প্রকাশ্যে আনেননি। কারণ, রানি আশঙ্কা করেছিলেন, যদি সবাই ভাবেন ছবির প্রচারের জন্যই এই কথা বলছেন।
সম্প্রতি রানি মুখোপাধ্যায় মেলবোর্নে গিয়েছিলেন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে। সেখানে তিনি ছিলেন মূল বক্তা। সেখানেই অভিনেত্রী প্রথম বারের জন্য তাঁর গর্ভপাত সংক্রান্ত বিষয়টি প্রকাশ্যে আনেন। অতিমারির সময় রানি গর্ভবতী হয়েছিলেন। যদিও পাঁচ মাসের মাথায় তিনি সন্তান হারান। সেই সময়ই ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবির শুটিং শুরু হয়েছিল। ছবি মুক্তির সময় সন্তান হারানোর যন্ত্রণার তিনি প্রকাশ্যে আনেননি। কারণ, রানি আশঙ্কা করেছিলেন, যদি সবাই ভাবেন ছবির প্রচারের জন্যই এই কথা বলছেন।
আরও পড়ুন:
রোহিত শেট্টির ‘সিংহম এগেন’ ছবিতে চমক, অজয় দেবগনের বোনের চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে?
শিশুকে সর্বদা সুস্থ রাখতে কী ভাবে? তাহাল এগুলি মেনে চলুন
এক সাক্ষাৎকারে রানি মুখোপাধ্যায় বলেন, ‘‘বিষয়টি এই প্রথম বার কথাটা সবার সামনে বললাম। আসলে এখন যা-ই করি, সবাই ভাবেন সবই আমরা প্রচারের স্বার্থে করছি বা বলছি। তাই আমি আমার ছবির প্রচারের সময় এই কথা বলিনি।’’
আরও পড়ুন:
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৯: তা বলে কি প্রেম দেব না!
মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-১: ভিতরকুঠি টেরাকোটা শিবমন্দির এক অনন্যসাধারণ কোচ স্থাপত্যশৈলীর উদাহরণ
গর্ভপাতের ১০ দিনের মাথায় রানি ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবির প্রস্তাব পেয়েছিলেন। তবে ছবির পরিচালক বা প্রযোজক কেউ জানতেন না বিষয়টি।
রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার বিয়ে হয় ২০১৪ সালে। এই দম্পতি তাঁদের ব্যক্তিগত জীবন সব সময়ই পর্দার আড়ালে রেখতে পছন্দ করেন। তাঁদের কন্যা আদিরাও বড় হচ্ছে প্রচারের আড়ালেই।
রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার বিয়ে হয় ২০১৪ সালে। এই দম্পতি তাঁদের ব্যক্তিগত জীবন সব সময়ই পর্দার আড়ালে রেখতে পছন্দ করেন। তাঁদের কন্যা আদিরাও বড় হচ্ছে প্রচারের আড়ালেই।