অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশ কম রয়েছে। প্রতি লিটারে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ১২০ গ্রামেরও কম আছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এ প্রসঙ্গে হাসপাতালের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ডাঃ রূপালী বসু বলেন, পরিস্থিতির ওপর সর্বদা নজর রাখা হয়েছে। মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম গড়া হয়েছে৷ এই টিম অভিনেত্রীর চিকিৎসার দ্বায়িত্বে রয়েছে। আজ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। চিকিৎসকদের বক্তব্য, মাধবী মুখোপাধ্যায়ের রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি হওয়ায় দেহের বিভিন্ন অঙ্গে সঠিক পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে পারছে না।
অভিনেত্রী কন্যা মিমি ভট্টাচার্য জানান, কোভিড সংক্রমণের ভয়ে নিয়মিত শারীরিক পরীক্ষা করা সম্ভব হয়নি। তাই হঠাৎ সুগার বেড়ে যাওয়ায় চিকিৎসকরে পরামর্শে মতো হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিনেত্রী কন্যা মিমি ভট্টাচার্য জানান, কোভিড সংক্রমণের ভয়ে নিয়মিত শারীরিক পরীক্ষা করা সম্ভব হয়নি। তাই হঠাৎ সুগার বেড়ে যাওয়ায় চিকিৎসকরে পরামর্শে মতো হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।