রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


বুধবার ভোরে আচমকা পর পর হ্যার্ট অ্যাটাকের ঐন্দ্রিলা শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। তবে স্বস্তির খবর হল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগের থেকে কিছুটা হলেও তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। যদিও এখনও অভিনেত্রীর জ্ঞান ফেরেনি। হ্যার্ট অ্যাটাকের পর ঐন্দ্রিলাকে ভেন্টিলেশন রাখা হয়েছে।
চিকিৎসকদের বক্তব্য, আগের ওষুধ পরিবর্তন করে এখন নতুন অ্যান্টিবায়োটিক চালু করা হয়েছে। এতে শরীর সাড়া দেয় কি না, দেখার জন্য তাঁকে বিশেষ ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমবারের অভিনেত্রীর বন্ধু সব্যসাচী চৌধুরী একটি পোস্ট করেন। সোমবার সব্যসাচী অভিনেত্রীর জন্য মন থেকে প্রার্থনার অনুরোধ করেছিলেন সমাজমাধ্যমে। সেই পোস্টে সব্যসাচী লেখেছেন, ‘‘কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন।’’
আরও পড়ুন:

পর্ব-৪৪: বাংলা সিনেমার দুই বর্ষীয়ান অভিনেতা: রঞ্জিত মল্লিক এবং দীপঙ্কর দে

যে গান যায়নি ভোলা— প্রাক জন্মদিনে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ্য…/১

উল্লেখ্য, গত ২ অক্টোবর স্ট্রোক হয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা। প্রায় দু’সপ্তাহ ধরে ওই হাসপাতালে অভিনেত্রীর চিকিৎসা চলছে। কিছু দিন আগে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও চলতি সপ্তাহে পরিস্থিতি বদলে যায়। গোটা টলিউড ঐন্দ্রিলার আরোগ্য কামনা করেছে।

Skip to content