বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


অভিনেতা রণবীর কপূর। ছবি: সংগৃহীত।

বলিউডের প্রথম সারির অভিনেতা রণবীর কাপুর। নিজের মর্জির মালিক তিনি। সিনেমা বিশেষজ্ঞরা বলেন, যে কোনও বায়োপিকের জন্য রণবীর নাকি মানানসই। খুব সহজে অন্যের চলন, বাচনভঙ্গি রপ্ত করে নিতে পারেন। তবে রণবীর নাকি খুব ছোট থেকেই অন্যকে খুব সহজেই নকল করতে পারতেন।
এক বার স্কুলে এই নকল করার জন্য খুব মার খান ঋষি-পুত্র। কী কারণে মার খেয়েছিলেন তা নিজেই জানালেন তিনি। ছোটবেলা থেকেই দুষ্টু ছিলেন তিনি। স্ত্রী আলিয়ার সঙ্গেও বিভিন্ন সময় খুনসুটি করতে দেখা যায় তাঁকে। সেই কারণে মাঝেমধ্যে বিতর্কিত মন্তব্যও শোনা যায়। তবু তাতে তাঁর কুছ পরোয়া নেই। সামনেই তাঁর ছবি ‘অ্যানিমাল’-এর মুক্তির দোরগোড়ায়। হিংসাপ্রধান এই ছবিতে রণবীরের লুক দেখেই স্তব্ধ নেটাগরিকরা। এমন চেহারায় এর আগে কখনও দেখা যায়নি তাঁকে।
আরও পড়ুন:

‘জব উই মেট’-এর সিক্যুয়েল তৈরি হচ্ছে? সত্য নাকি গুজব? মুখ খুললেন ইমতিয়াজ

রশ্মিকার সঙ্গে চুম্বনে মগ্ন স্বামী রণবীর, দেখে হিংসে হচ্ছে স্ত্রী আলিয়ার?

এক সাক্ষাৎকারে রণবীরের কথায়, ‘‘ছোট থেকেই খুব ভালো নকল করতে পারি। ছোট থেকেই করেছি। যদিও কখনও ধরা পড়িনি। তবে মুশকিলে পড়েছিলাম ক্লাস সেভেন বা এইটে পড়াকালীন। মজা করে হামাগুড়ি দিয়ে একবার ক্লাসের বাইরে বেরোচ্ছিলাম। কিন্তু কপাল খারাপ ছিল। কারণ, সেই সময়ই প্রিন্সিপালের সামনে পড়ে যাই। তিনি তখন একেবারে আমার সামনেই দাঁড়িয়ে ছিলেন। সেদিন জীবনের সবচেয়ে মনে রাখার মতো পিটুনি খেয়েছিলাম। এমন মার খেয়েছিলাম যে, সেই মারের শব্দ আমার কানে এখনও বাজে।’’

Skip to content