শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


‘সাহেব রাজার বাড়ি’ ছবিতে পরান বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

‘টনিক’ থেকে শুরু করে ‘আবার প্রলয়’ ছবিতে বয়সকে একেবারেই পাত্তা না দিয়ে পরান বন্দ্যোপাধ্যায় এখনও ভেল্কি দেখিয়ে যাচ্ছেন। দুষ্টু মিষ্টি নানা স্বাদের চরিত্রে নিজেকে দর্শকদের সামনে তুলে ধরছেন তিনি। এ বার নাকি তাঁকে ভূতের চরিত্রে দেখা যাবে। ঘটনার সুত্রপাত, ভূতুড়ে বাড়ি হিসেবে এলাকায় সাহেব রাজার বাড়িটির বিশেষ পরিচিত। সেই বাড়িকেই নিজেদের ইউটিউব চ্যানেলে দেখানোর ইচ্ছা রাজদীপ এবং শ্রেয়ার। সঙ্গে যায় তাদের দুই ছেলেমেয়ে। ঘটনাচক্রে সেখানেই ভূতের হাতে বন্দি হতে হয় তাদের। সাহেব রাজার ভূত তাদের মুক্তি দিতে তিনটি শর্ত দেন। শেষ পর্যন্ত তারা মুক্তি পায় কি না, তার উত্তর পেতে অবশ্যই দেখতে হবে ভৌতিক থ্রিলার ‘সাহেব রাজার বাড়ি’।
ছবিটির পরিচালক সূর্য ভট্টাচার্য। পরিচালকের এটা প্রথম ছবি। গল্প এবং চিত্রনাট্যও তাঁর নিজস্ব। মূলত এটি ছোটদের ছবি। হঠাৎ ছোটদের জন্য পরিচালক ছবি তৈরির পরিকল্পনা এলেন কেন? এর উত্ত রে সূর্য জানান, ‘‘এখন ছোটরা বই পড়তেই চায় না। সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে চায়। সেই ভাবনা থেকেই এই ছবি, যেটা দেখলে হয়তো সাহিত্যের প্রতি ওদের আকর্ষণ বাড়বে।’’ ছবিতে সাহেব রাজার অর্থাৎ বিভূতিনারায়ণ চৌধুরীর ভূতের চরিত্রে অভিনয় করেছেন পরান বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:

‘জওয়ান’ এর সেই বিখ্যাত সংলাপ চিত্রনাট্যে ছিলই না, শাহরুখই আনেন, প্রকাশ্যে আড়ালের সেই কাহিনি

রিভিউ: হোচি পারবে কুমুদিনী ভবনের রহস্যের পর্দা ফাঁস করতে?

পরিচালকের কথায়, ‘‘পরানদাকে ছাড়া এই ছবির কথা ভাবে সম্ভব না। ওঁর অভিনয়ই এই ছবির সম্পদ।’’ অবশ্য এর আগেও ভূতের চরিত্রে দর্শক পরানকে দেখেছেন। অনীক দত্তের ‘ভূতের ভবিষ্যৎ’-এ জমিদার ভূত, সন্দীপ রায়ের অ্যান্থোলজি ছবি ‘চার’-এ এক মিচকে ভূতের চরিত্রে পরাণ সকলের নজর কেড়েছিলেন।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৪: সুন্দরবনের মৎস্যদেবতা মাকাল

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬৬: কবির অসুখ-বিসুখ

এ বারের এই ভূত কি ভালো, না কি একটু বেশি কড়া? পরিচালক তা পরিষ্কার করে বলেননি। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বরুণ চক্রবর্তী, অমৃতা চট্টোপাধ্যায়, অর্ণব বন্দ্যোপাধ্যায়। তিতলি এবং তোজো নামের বাচ্চা দু’টির চরিত্রে রয়েছে যাথাক্রমে অদ্রিজা ভট্টাচার্য এবং ওঙ্কার ভট্টাচার্য। কলকাতা ছাড়াও ঝাড়গ্রাম, জনাই, বাটানগরে ছবির শুটিং হয়েছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। একটি ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পেতে চলেছে।

Skip to content