শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী। সংগৃহীত।

আগের কোন একটি ক্লাসে আমি তোমাদের সঙ্গে Prefix নিয়ে আলোচনা করেছিলাম। তখন Common Prefixগুলির উদাহরণও দিয়েছিলাম।
আজ সেই তালিকা থেকে একটি বিশেষ Prefix বেছে নিয়েছি। কারণ ইংরেজিতে এর ব্যবহার খুব বেশি দেখতে পাই আমরা। সেই Prefix হল ‘in-‘, এবং এই ‘in-‘ prefix অনেক শব্দের আগে বসিয়ে তার antonym বা opposite word তৈরি করে।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: LOL, ASAP, ATM, etc বা e. g.-এর পুরো কথাগুলো কী জানেন?

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬৪: কবির ভালোবাসার নজরুল

 

এসো দেখে নিই সেই রকম কিছু উদাহরণ

Incomplete: অসমাপ্ত।
Injustice: অবিচার।
Infallible: যে ব্যক্তি কখনও কোন ভুল করে না।
Incapable: অসর্মথ।
Inexpensive: যার মূল্য বেশি নয়।
Inexplicable: যা ব্যাখ্যা করে বোঝানো যায় না।
Invincible: যাকে পরাজিত করা যায় না।
Intolerable: অসহ্য।
Insufficient: যথেষ্ট নয়।
Incomprehensible: দুর্বোধ্য।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৩৬: যুগে যুগে যা ‘সবার উপরে’

দশভুজা: পিকনিক দল থেকে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু: তাঁর লেন্সের বিস্তৃতি ছিল বিস্ময়কর

এই ধরনের আরও কিছু উদাহরণ লেখার সঙ্গে দেওয়া YouTube video link এ তোমরা পাবে। Video-তে শব্দগুলো দিয়ে বাক্য গঠনও করে দেওয়া আছে। এই লেখা এবং ভিডিও—দুয়ের সমন্বয়ে তোমাদের vocabulary অনেকটাই সমৃদ্ধ হবে নিশ্চয়ই।
* ক্লাসরুম-ইংলিশ টিংলিশ (Classroom-English Tinglish) : পর্ণা চৌধুরী (Parna Chowdhury) ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।

Skip to content