● প্রশ্ন পত্রের প্রথম পাতায় Roll, Number, Name আর Registration No.– এর জায়গাগুলো ইংরেজিতে পূরণ করবে।
● Seen Comprehension-এর প্যাসেজগুলো দু’বার ভালো করে পড়বে তারপর প্রশ্ন উত্তরে যাবে।
● কাটাকাটি করে খাতা নোংরা একদম করবে না।
● কিছু কাটার দরকার হলে pen through করে কেটে দেবে।
● কাটাকাটি এড়াতে প্রয়োজনে পেনসিল দিয়ে উত্তর লিখে তারপর পেন দিয়ে লিখতে পারো, কিন্তু পেনসিলের লেখা অবশ্যই মুছে দেবে।
● Seen Comprehension-এর যে দুটি passage থাকে (একটি prose এবং একটি poem), দুটির থেকেই Multiple Choice Questions থাকে। এই MCQগুলির তলায় উত্তর লেখার নির্দিষ্ট জায়গা থাকে। তোমরা সঠিক উত্তরটি tick দেবে এবং সেই উত্তরটি, উত্তর লেখবার নির্দিষ্ট স্থানে অবশ্যই লিখবে এবং খেয়াল রাখবে উত্তরদুটি যেন একই হয়।
● True /False জাতীয় প্রশ্নের ক্ষেত্রে বক্সের মধ্যে ‘T’ বা ‘F’ অক্ষরটি স্পষ্ট করে লিখবে। মনে রেখো অক্ষরটি স্পষ্ট বোঝা না গেলে কিন্তু উত্তরটি examiner কেটে দেবেন এবং কোনও নম্বরই পাবে না।
● True বা False (অর্থাৎ T বা F) না লিখলে বা ভুল লিখলে কিন্তু Supporting Statement ঠিক হলেও তাতে কোনও নম্বর পাওয়া যাবে না।
● Supporting Statement মানে কিন্তু passage থেকে line/s বা phrase/s বা word/s তুলে বুঝিয়ে দেওয়া যে তুমি বাক্যটিকে True বা False কেন বলছো। মনে রেখো, তুমি বাক্যটিকে সংশোধন করছো না, তুমি শুধু তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দিচ্ছো। এবং এই Supporting Statement লেখার মাঝখানে কখনওই “….. ” দেবে না। যদি পুরো বাক্যটি লেখার প্রয়োজন থাকে তাহলে পুরোটাই লিখবে, যদি বাক্যের কিছু অংশ লেখার দরকার হয়, তাহলে শুধু সেইটুকুই লিখবে।
● এবারে বলি Complete the following sentences-এর ব্যাপারে। Complete the following sentences-এর মানে হচ্ছে তোমাকে প্রশ্নে দেওয়া বাক্যটি সম্পূর্ণ করতে হবে প্রশ্নে দেওয়া passage থেকে তথ্য নিয়ে।
এই প্রশ্নের উত্তর সব সময় যে passage থেকে হুবহু তুলে দিলে হবে তা কিন্তু নয়, প্রশ্ন অনুযায়ী নিজের ভাষায় লেখার প্রয়োজন হবে এখানে। এটা বিশেষভাবে মাথায় রেখো।
● এছাড়া Short Answer Question থাকতে পারে, যেগুলো লেখার সময় প্রশ্ন অনুযায়ী বাক্যের tense পরিবর্তনের কথা একটু মাথায় রেখো।
● এর এক ধরনের প্রশ্ন হয়, সেটি হল— Fill in the chart. এই chart বা table-এর দুটি column থাকে, একটি হল Cause, অপরটি Effect. অর্থাৎ “কারন” এবং “ফল”। হয় কারণটি দেওয়া থাকে, তার ফলটি লিখতে হয়, অথবা উল্টো। কোনটি কারণ আর কোনটি তার ফল, ভালো করে বুঝে নিয়ে তবেই লিখবে।
এই প্রশ্নটি কখনও What এবং Why দিয়েও আসতে পারে। সেক্ষেত্রে What-এর column এ কি ঘটেছে এবং Why– এর column এ কেন সেটি ঘটেছে, সেটি বলতে হবে।
● Unseen Comprehension-এর ক্ষেত্রে প্রথমে passageটি পরপর চার বার মন দিয়ে পড়বে। তারপর প্রশ্নগুলো ভালো করে দেখবে এবং সম্ভাব্য উত্তরগুলি pencil দিয়ে দাগ দিয়ে নেবে। এরপর আরও একবার passageটি পড়বে। এতক্ষণে দেখবে passage-এর প্রায় পুরোটাই বুঝতে পারছো, এবং প্রশ্নের উত্তরগুলোও পেয়ে গিয়েছ। এবার উত্তরগুলো পেন দিয়ে লিখে নেবে।
● Unseen Passage-এর Multiple Choice Question-এর ক্ষেত্রে দেখবে optionsগুলোর পাশে একটা করে বক্স দেওয়া আছে এবং স্পষ্ট করে সেই বক্সেই tick দেবে। কাটাকুটি করবে না। একাধিক বক্সে tick কখনওই দেবে না। এই MCQ-এর ক্ষেত্রে শুধু বক্সে tick দিলেই হবে, এখানে আর আলাদা করে উত্তরগুলো নীচে লেখার দরকার হবে না।
● এর পরে থাকবে True/False with Suporting Statements এবং কিছু Short Answer Question— Seen Passage-এর ক্ষেত্রে এই প্রশ্নগুলি সম্পর্কে যা যা নিয়ম ছিল, এখানেও তাই থাকবে।
● বানান সম্পর্কে খুব সতর্ক থেকো। বিশেষ করে যে শব্দগুলো প্রশ্নে বা Passage– এ দেওয়া আছে, সেগুলোর বানান যেন কোনওমতেই ভুল না হয়। কঠিন শব্দ, যার বানান তুমি জানো না বা যে বানানটি নিয়ে তোমার মনে সন্দেহ আছে, সেটি না লেখাই ভালো।
● GRAMMAR AND VOCABULARY সেকশানে প্রথমেই থাকবে তিনটি “Fill in the blanks with appropriate verb forms”— এক্ষেত্রে তিনটি করে option দেওয়া থাকবে, সঠিকটি বেছে নিয়ে শুন্যস্থান পূরণ করতে হবে।
● তার পরে থাকবে তিনটি “Fill in the blanks with appropriate articles and prepositions” —এক্ষেত্রে কিন্তু কোনও option দেওয়া থাকবে না, তোমরা নিজেরাই শুন্যস্থানগুলি পূরণ করবে।
● এরপর থাকবে তিনটি “Do as directed”, যার প্রথমটিই হবে Voice Change এবং দ্বিতীয়টি হবে Narration Change. তৃতীয়টি অন্যান্য Transformationগুলি থেকে আসবে।
● এরপরে থাকবে Choosing the correct Phrasal Verb—তিনটি বাক্য দেওয়া থাকবে এবং তাদের verbগুলো underline করা থাকবে এবং তলায় bracket-এ চারটি phrasal verb দেওয়া থাকবে। কোন verb– এর পরিবর্তে কোন phrasal verb বসবে সেটা খুঁজে নিয়ে এবং verb– এর tense অনুযায়ী phrasal verb-এর tense– এর পরিবর্তন করে পাশের বক্সে লিখতে হবে।
● গুরুত্বপূর্ণ Phrasal Verb-এর একটি তালিকা দিচ্ছি, অবশ্যই পড়ে নিও। আমি নিশ্চিত এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে।
look after, set in, bring out, take after, break up, get over, turn down, deal in, put up with, come across, take off, set up, run after, go through, keep on, bear with, pass away, put away, give away, call up, set out, turn up, break into, give up, come round, break out, put up, fall out, call off, make out, put on, put off, give off, look into, come by, look for, take back, go after, do away with, look up to, look forward to, pass out, come off, deal with, give in, carry on, drop by, call on, bring about, get away with, carry out, look down upon.
● এরপর থাকবে VOCABULARY অংশটি।
এখানে চারটি শব্দের অর্থ দেওয়া থাকবে এবং শব্দগুলি Unseen Passage থেকে খুঁজে বের করে পাশের বক্সে লিখতে হবে। এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আমি তোমাদের প্রথমে শব্দের অর্থগুলি ভালো করে দেখে নিতে বলবো এবং তারপর unseen passageটি আরও একবার পড়তে বলবো। পড়বার সময় হাতে একটা পেন্সিল নেবে এবং যে শব্দগুলি সম্ভাব্য উত্তর বলে মনে হচ্ছে সেগুলো দাগ দিয়ে দেবে। তারপর অর্থগুলি আরও একবার ভালো করে দেখে নিয়ে উত্তরগুলো পাশের বক্সে লিখে ফেলবে। পেনসিল দিয়ে লেখাগুলো অবশ্যই মুছে দেবে পরে।
● Writing Skill সেকশনে তিনটি writing থাকবে। প্রত্যেকটিতেই point বা hint দেওয়া থাকবে। তোমাদের কাজ হবে সেই point গুলো কে সঠিক বাক্যে গুছিয়ে লেখা। Introduction এবং conclusion অবশ্যই দেবে। মনে রেখো প্রত্যেকটি hint বা point– এ কিন্তু আলাদা করে নম্বর আছে। চিঠি লেখার ক্ষেত্রে কিন্তু format এবং body দু’টোতেই আলাদা নম্বর থাকে। কিন্তু শুধু format লিখলে এবং body একেবারেই না লিখলে কিন্তু কোনো নম্বরই পাওয়া যায় না।
ইংরেজি বিষয়ে পুরো সাজেশন জানতে YouTube video link-এ ক্লিক করো।
* ক্লাসরুম-ইংলিশ টিংলিশ (Classroom-English Tinglish) : পর্ণা চৌধুরী (Parna Chowdhury) ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর