শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪

ছবি প্রতীকী

এবার মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছেন দু’জন— অর্ণব ঘড়াই এবং রৌনক মণ্ডল। অর্ণব ঘড়াই বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের ছাত্র। আর বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র হল রৌনক মণ্ডল। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯২ পেয়ে যুগ্ম দ্বিতীয় হয়েছেন মালদহের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল। পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান যুগ্ম ভাবে তৃতীয় হয়েছেন। এদের প্রাপ্ত নম্বর ৬৯১। চতুর্থ হয়েছেন মোট চার জন, এদের প্রাপ্ত নম্বর ৬৯০।
 

প্রথম দশে মোট ১১৪ জন

প্রথম হয়েছেন ২ জন, তাদের প্রাপ্ত নম্বর ৬৯৩
দ্বিতীয় হয়েছেন ২ জন, তাদের প্রাপ্ত নম্বর ৬৯২
তৃতীয় হয়েছেন ২ জন, তাদের প্রাপ্ত নম্বর ৬৯১
চতুর্থ হয়েছেন ৪ জন, তাদের প্রাপ্ত নম্বর ৬৯০
পঞ্চম হয়েছেন ১১ জন, তাদের প্রাপ্ত নম্বর ৬৮৯
ষষ্ঠ হয়েছেন ৬ জন, তাদের প্রাপ্ত নম্বর ৬৮৮
সপ্তম হয়েছেন ১০ জন, তাদের প্রাপ্ত নম্বর ৬৮৭
অষ্টম হয়েছেন ২২ জন, তাদের প্রাপ্ত নম্বর ৬৮৬


Skip to content