শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

আগাম ঘোষণা অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি স্কুল আগামী ২৭ জুন সোমবারই থেকে খুলবে। যদিও তার আগেই রাজ্যে এক লাফে করোনা পৌঁছে গিয়েছে ৭৪৫-তে। তবুও করোনা বিধি যথাযথ ভাবে মেনে স্কুল খোলার নির্দেশ জারি করেছে। জেলার শিক্ষা আধিকারিকদের মাধ্যমে স্কুলে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে শিক্ষা দফতর। বুধবার জারি করা সেই নির্দেশে বলা হয়েছে শুক্রবারের মধ্যে স্কুলগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন-সহ স্যানিটাইজ করে সব রকম প্রস্তুতি সেরে ফেলতে হবে। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদেরও কোভিড টিকা নিতেই হবে। সবাইকে মাস্ক পরার পাশাপাশি সঙ্গে স্যানিটাইজার রাখতে হবে। মানতে হবে সামাজিক দূরত্ব বিধিও। সেই সঙ্গে পৃথক ভাবে স্কুল কর্তৃপক্ষকেও স্যানিটাজারের বন্দোবস্ত রাখার কথা নির্দেশিকায় বলা হয়েছে। শুধু করোনা নয়, ডেঙ্গি-ম্যালেরিয়ার ক্ষেত্রেও বিশেষ সতর্কতার কথা নির্দেশ বলা হয়েছে। স্কুলে যাতে কোথাও জল না জমে সে ব্যাপারে সচেতন হতে হবে স্কুল কর্তৃপক্ষকে। ছাত্রছাত্রীরা সোমবার থেকে স্কুলে গেলেও শুক্রবার থেকেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছে নির্দেশিকায়। উল্লেখ্য, গরমের ছুটি প্রথমে এ বছর ১৫ জুন পর্যন্ত করা হলেও, পরে তীব্র দাবদাহের জন্য শিক্ষা দফতর সেই ছুটি বাড়িয়ে ২৬ জুন পর্যন্ত করে।

Skip to content