শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫

৪৯৮ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন অদিশা দেবশর্মা। অদিশা কোচবিহারের দিনহাটা দেবী জৈন হাইস্কুলের ছাত্রী। দ্বিতীয় হয়েছেন সায়নদ্বীপ সামন্ত। ওঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। সায়নদীপ সামন্ত পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়াতনের ছাত্র। তৃতীয় হয়েছেন মোট চার জন— রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬। এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। এর মধ্যে ৮০ শতাংশ পাশের হার ছেলেদের, আর মেয়েদের পাশের হার ৮৬.৫৮ শতাংশ। পাশের হারে প্রথম রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। রেকর্ড গড়ে এবার উচ্চমাধ্যমিকে প্রথম দশে রয়েছেন ২৭২ জন! ওই ২৭২ জনের মধ্যে ১৪৪ জন ছাত্র এবং ১২৮ জন ছাত্রী রয়েছেন। পাশের হারে প্রথম সাতটি জেলা হল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া জেলায়। ফল প্রকাশের পাশাপাশি সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আগামী বছরের উচ্চমাধ্যমিকের দিনক্ষণও ঘোষণা করেছেন । ২০২৩ সালে উচ্চমাধ্যমিক শুরু হবে ১৪ মার্চ। চলবে ২৭ মার্চ পর্যন্ত। পর্ষদের ওয়েবসাইট https://wbchse.nic.in/
আজ শুক্রবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। পড়ুয়া এবং অভিভাবকেরা বেলা ১২টা থেকে ফলাফল দেখতে পারবেন। এসএমএস পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপস, সব ক্ষেত্রেই দুপুর ১২টা থেকেই ফল জানা যাবে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত ২৭ এপ্রিল। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তথ্য অনুযায়ী, এবার ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬ পড়ুয়া পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে ছাত্র রয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন। ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন।

Skip to content