শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সরদার প্রথম হয়েছেন। তবে শুধু শুভ্রাংশু নন, এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারাই দাপট দেখিয়েছেন। কারণ, প্রথম দশের মধ্যে শুধু সেই স্কুলের ৯ পড়ুয়া রয়েছেন। তাক লাগানো ফল করে সকলকে অবাক করে দিয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।
উচ্চ মাধ্যমিকে প্রথম দশের মধ্যে ন’জনই তাঁদের বিদ্যালয়ের হওয়ায় খুশি বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষক, শিক্ষাকর্মীরা। এই স্কুল থেকে রাজ্যে প্রথম শুভ্রাংশু সরদারের প্রাপ্ত নম্বর ৪৯৬। নরেন্দ্রপুরের ছাত্র নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চতুর্থ হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অর্কদীপ ঘরা রাজ্যে ষষ্ঠ হয়েছেন। তিনি পেয়েছেন ৪৯১। ৪৯০ নম্বর পেয়ে ওই স্কুল থেকে সপ্তম হয়েছেন অর্ক ঘোষ, অভিরূপ পাল এবং বিতান শাসমল। নরেন্দ্রপুরেরই পড়ুয়া সৈয়দ সাকলাইন কবীর অষ্টম হয়েছেন, প্রাপ্ত নম্বর ৪৮৯। নবম হয়েছেন সায়ন সাহা এবং অর্কপ্রতিম দে। এঁদের প্রাপ্ত নম্বর ৪৮৮।
আরও পড়ুন:

উচ্চ মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার, দ্বিতীয় স্থানে দু’জন

বিশ্ব জুড়ে আরও ‘ভয়ঙ্কর’ অতিমারি আছড়ে পড়তে চলেছে! ‘চূড়ান্ত প্রস্তুত থাকুন’, এমনই বার্তা দিলেন হু প্রধান

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২১: ক্যানসার মানেই মৃত্যু?

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ স্কুলের এই ফলাফলে খুব খুশি। তাঁর কথায়, ‘‘খুবই খুশির সংবাদ। আমরা আশা ছিল, এ বার হয়তো মেধা তালিকায় আমাদের কোনও ছাত্র আসবে। শুভ্রাংশু ভালো ফল করবে আমরা জানতাম। যদিও উচ্চ মাধ্যমিকে শুভ্রাংশু প্রথম স্থানে আসবে, তা আমরা বুঝতে পারিনি। প্রথম দশে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেরই ন’জন পড়ুয়া রয়েছে।’’

উল্লেখ্য, এবার মাধ্যমিকেও ভালো ফল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এ বার স্কুলের ১২ জন পড়ুয়া মেধাতালিকায় প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছে।

Skip to content