বিশাখ মণ্ডল
১ কোটি ৮৩ লাখ টাকার চাকরির অফার পেলেন যাদবপুরে এক কৃতি পড়ুয়া। বীরভূমের রামপুরহাটের মেধাবী ছাত্র বিশাখ মণ্ডল থাকেন যাদবপুরের একটি ভাড়া বাড়িতে। আর রামপুরহাটের বাড়িতে তিনি মায়ের সঙ্গে থাকেন। মা একজন অঙ্গনওয়াড়ি কর্মী। বাবা থাকেন মুর্শিদাবাদে। সেখানেই তিনি চাষাবাদ করেন। বিশাখ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র। সম্প্রতি এই পড়ুয়ার ফেসবুক, গুগল এবং অ্যামাজন এই তিনটি প্রতিষ্ঠান থেকেই চাকরির বড় অফার পেয়েছেন।
বিশাখের কথায়, ‘আমি এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ফাইনাল বর্ষের ছাত্র। বলতে গেলে গ্র্যাজুয়েশন এর কোর্স শেষ হতে চলেছে। এত বড় সংস্থায় চাকরি পাব ভাবিনি। তবে বড় কোনও সংস্থায় চাকরি পাওয়ার জন্য চেষ্টারও কোনও ত্রুটি রাখিনি। এই মুহূর্তে চাকরিতে যোগদানের জন্য ফেসবুক লন্ডন, গুগল লন্ডন এবং অ্যামাজন অফার দিয়েছে। অ্যামাজনে প্রথমে ইন্টার্নশিপ, তারপর তা পাকাপাকি ভাবে চাকরিতে পরিণত হবে।’ বিশাখ আরও জানায়, ফেসবুক লণ্ডন ১ কোটি ৮৩ লাখ টাকার আপার দিয়েছে। গুগল লন্ডন দেবে ১ কোটি ৪০ লাখ টাকা। আর অ্যামাজন ১ কোটি ১৩ লাখ টাকা। তবে এখন গুগল এবং ফেসবুকের সঙ্গে আমার কথাবার্তা চলছে। সোমবারের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। স্বাভাবিকভাবেই বিশাখের সাফল্যে গর্বিত যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক আশা করছেন, সোমবার বিশাখ ২ কোটির প্রস্তাব পেয়ে যাবে। কারণ, গুগল এবং ফেসবুক উভয়ই জানে তারা বিশাখকে অফার করেছে। ফেসবুক ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, গুগল যা প্রস্তাব দেবে, তার থেকেও ওরা বেশি দেবে।
বিশাখের কথায়, ‘আমি এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ফাইনাল বর্ষের ছাত্র। বলতে গেলে গ্র্যাজুয়েশন এর কোর্স শেষ হতে চলেছে। এত বড় সংস্থায় চাকরি পাব ভাবিনি। তবে বড় কোনও সংস্থায় চাকরি পাওয়ার জন্য চেষ্টারও কোনও ত্রুটি রাখিনি। এই মুহূর্তে চাকরিতে যোগদানের জন্য ফেসবুক লন্ডন, গুগল লন্ডন এবং অ্যামাজন অফার দিয়েছে। অ্যামাজনে প্রথমে ইন্টার্নশিপ, তারপর তা পাকাপাকি ভাবে চাকরিতে পরিণত হবে।’ বিশাখ আরও জানায়, ফেসবুক লণ্ডন ১ কোটি ৮৩ লাখ টাকার আপার দিয়েছে। গুগল লন্ডন দেবে ১ কোটি ৪০ লাখ টাকা। আর অ্যামাজন ১ কোটি ১৩ লাখ টাকা। তবে এখন গুগল এবং ফেসবুকের সঙ্গে আমার কথাবার্তা চলছে। সোমবারের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। স্বাভাবিকভাবেই বিশাখের সাফল্যে গর্বিত যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক আশা করছেন, সোমবার বিশাখ ২ কোটির প্রস্তাব পেয়ে যাবে। কারণ, গুগল এবং ফেসবুক উভয়ই জানে তারা বিশাখকে অফার করেছে। ফেসবুক ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, গুগল যা প্রস্তাব দেবে, তার থেকেও ওরা বেশি দেবে।