শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

করোনার জেরে প্রায় দু’ বছর স্কুল বন্ধ ছিল। পরিস্থিতি আবার স্বাভাবিক হতে স্কুল খোলার নির্দেশ দেয় শিক্ষা দপ্তর। কিন্তু জি ডি বিড়লা স্কুল, রানিকুঠি এক নতুন সমস্যার সম্মুখীন হয়। স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা স্কুলের ফি বৃদ্ধি নিয়ে প্রতিবাদ শুরু করেন। তাদের দাবি এই মুহূর্তে ফি বাড়ানো যাবে না। কয়েকদিন ধরেই অভিভাবকরা স্কুলের সামনে আন্দোলন বিক্ষোভ শুরু করে দেন। গত বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষ আইনশৃঙ্খলার অবনতি এবং পড়ুয়াদের নিরাপত্তার কারণ দেখিয়ে স্কুল বন্ধ করে দেন। অনির্দিষ্টকাল ধরে নোটিশ দিয়ে এই বন্ধের কথা ঘোষণাও করেন তারা। ফলে পড়ুয়া এবং অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে চিন্তিত হয়ে পড়েন এবং কোনওরকম আগাম নোটিশ ছাড়াই স্কুল বন্ধ করার এই সিদ্ধান্তে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। আজ শনিবার স্কুল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানায় যে, সোমবার থেকে আবার খুলছে জিডি স্কুল খুলবে। তবে এই নোটিশে স্কুল কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়ে দেয়, কেবলমাত্র যারা স্কুল ফি দিয়েছে, তাদের জন্যই স্কুল খোলা হবে।

Skip to content