ছবি প্রতীকী
গরমের ছুটির প্রভাব এবার পড়তে চলেছে স্কুলগুলির পরীক্ষার ওপর। আগের ঘোষণা অনুসারে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি ছিল। পরে ১৩ জুন স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে তা বাড়িয়ে করে ২৬ জুন পর্যন্ত। এবার ষষ্ঠ থেকে দশম শ্রেণির স্কুলের পরীক্ষাগুলিও পিছিয়ে দেওয়া হল। মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার নতুন তারিখও ঘোষণা করেছে। সেই মতো স্কুলগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশিকায় বলা হয়েছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম পর্যায়ের পরীক্ষা হবে ৬ জুলাইয়ের মধ্যে। ৮ সেপ্টেম্বরের মধ্যে হবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। আর ডিসেম্বরের মধ্যে তৃতীয় পর্যায়ের পরীক্ষা শেষ করতে হবে বলা হয়েছে। সব মিলিয়ে স্কুলের পরীক্ষা প্রায় একমাস করে পিছিয়ে গেল। পাশাপাশি দশম শ্রেণির টেস্ট পরীক্ষার সময়সীমাও বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কীভাবে পরীক্ষা নেওয়া হবে, প্রশ্নের ধরণ কেমন হবে, সে সম্পর্কেও গাইডলাইন পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ জানিয়েছে, স্কুল পুরো সিলেবাসের ওপর ভিত্তি করেই প্রশ্নপত্র তৈরি করবে এবং সেই মতো পরীক্ষা নেওয়া হবে। প্রশ্নের উপরে নিজের নামও লিখে রাখতে হবে।