শনিবার ৩ মে, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

২ মে, বৃহস্পতিবার ২০২৫-এর মাধ্যমিক ফলাফল প্রকাশিত হল। এ বার ফলপ্রকাশ করা হয়েছে ৬৯ দিনের মাথায়। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি, আর শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এ বার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। এই সংখ্যার মধ্যে রেগুলার মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। চলতি বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬ শতাংশ। এই হার গত বছরের তুলনায় কিছুটাবেশি। ২০২৫-এর মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৬৬ জন। একঝলকে দেখে নিন সেই মেধাতালিকা।
পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৬.৪৬%। পূর্ব মেদিনীপুরের পর যথাক্রমে রয়েছে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে। এবার মাধ্যমিকে প্রথম হয়েছেন আদৃত সরকার। বাড়ি উত্তর দিনাজপুর। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। শতাংশের হিসেবে তিনি ৯৯.৪৬ শতাংশ নম্বর পেয়েছেন। অনুপম বিশ্বাস এবং সৌম্য পাল যুগ্ম দ্বিতীয় হয়েছেন। অনুপম ও সৌম্যর প্রাপ্ত নম্বর ৬৯৪। এক জনই তৃতীয় হয়েছেন। প্রথম দশে কোন কোন ছাত্রছাত্রী রয়েছেন কোন স্কুল থেকে, প্রাপ্ত নম্বর-সহ সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হল।
আরও পড়ুন:

হ্যালো বাবু! পর্ব-৭৯: গুগলি/১৪

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-৪৮: রান্নার জ্বালানি নারী স্বাধীনতায় হস্তক্ষেপ?

 

প্রথম

আদৃত সরকার
তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬ (শতাংশের নিরিখে ৯৯.৪৬ শতাংশ।)
রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়। উত্তর দিনাজপুর
 

দ্বিতীয়

অনুভব বিশ্বাস
প্রাপ্ত নম্বর ৬৯৪।
রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ।

সৌম্য পাল
প্রাপ্ত নম্বর ৬৯৪।
বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুল।
 

তৃতীয়

ঈশানী চক্রবর্তী
প্রাপ্ত নম্বর ৬৯৩।
বাঁকুড়ার কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়।
 

চতুর্থ

মহঃ সেলিম
প্রাপ্ত নম্বর ৬৯২।
নিরোল উচ্চ বিদ্যালয়, পূর্ব বর্ধমান।

সুপ্রতীক মান্না
প্রাপ্ত নম্বর ৬৯২।
কন্টাই মডেল ইনস্টিটিউট।

আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৭: পাতি সরালি

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৬: মা সারদার প্রথম মন্ত্রশিষ্যা ছিলেন দুর্গাপুরীদেবী

 

পঞ্চম

সিঞ্চন নন্দী
প্রাপ্ত নম্বর ৬৯১।
গৌরহাটি হরদাস ইনস্টিটিউট, হুগলি।

চৌধুরী মহঃ আসিফ
প্রাপ্ত নম্বর ৬৯১।
কামারপুকুর আরকে মিশন মাল্টিপারপাস স্কুল।

দীপ্তজিৎ ঘোষ
প্রাপ্ত নম্বর ৬৯১।
ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন, হুগলি।

সোমতীর্থ করণ
প্রাপ্ত নম্বর ৬৯১।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়।
 

ষষ্ঠ

অউন্চ দে
প্রাপ্ত নম্বর ৬৯০।
ফালাকাটা উচ্চ বিদ্যালয়।

জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়
প্রাপ্ত নম্বর ৬৯০।
বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়।

রুদ্রনীল মাসন্ত
প্রাপ্ত নম্বর ৬৯০।
গোরাসোলে মুরলীধর হাই স্কুল, বাঁকুড়া।

অঙ্কন মণ্ডল
প্রাপ্ত নম্বর ৬৯০।
টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল।

অভ্রদীপ মণ্ডল
প্রাপ্ত নম্বর ৬৯০।
সারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১১২: প্রশাসক রামচন্দ্রের সাফল্য কী আধুনিক কর্মব্যস্ত জীবনে সফল প্রশাসকদের আলোর দিশা হতে পারে?

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৫: সর্বত্র বরফ, কোত্থাও কেউ নেই, একেবারে গা ছমছম করা পরিবেশ

 

সপ্তম

দেবার্ঘ্য দাস
প্রাপ্ত নম্বর ৬৮৯।
ফালাকাটা উচ্চ বিদ্যালয়।

অঙ্কন বসাক
প্রাপ্ত নম্বর ৬৮৯।
গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়।

অরিত্রা দে
প্রাপ্ত নম্বর ৬৮৯।
বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়।

দেবাদ্রিতা চক্রবর্তী
প্রাপ্ত নম্বর ৬৮৯।
বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল।

সৌরীন রায়
প্রাপ্ত নম্বর ৬৮৯।
অমরগড় উচ্চ বিদ্যালয়।
 

অষ্টম

অনির্বাণ দেবনাথ
প্রাপ্ত নম্বর ৬৮৮।
তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল।

সত্যম সাহা
প্রাপ্ত নম্বর ৬৮৮।
রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির।

আসিফ মেহবুব
প্রাপ্ত নম্বর ৬৮৮।
জয়েনপুর উচ্চ বিদ্যালয়।

মোঃ ইনজামাম উল হক
প্রাপ্ত নম্বর ৬৮৮।
টার্গেট পয়েন্ট (আর) স্কুল উচ্চ বিদ্যালয়।

সৃজন প্রামাণিক
প্রাপ্ত নম্বর ৬৮৮।
রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির।

অরিত্র সাহা
প্রাপ্ত নম্বর ৬৮৮।
রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির।

শুভ্রা সিংহ মহাপাত্র
প্রাপ্ত নম্বর ৬৮৮।
বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়।

অরিজিৎ মণ্ডল
প্রাপ্ত নম্বর ৬৮৮।
রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন।

স্পন্দন মৌলিক
প্রাপ্ত নম্বর ৬৮৮।
রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন।

শ্রীজয়ী ঘোষ
প্রাপ্ত নম্বর ৬৮৮।
নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল।

পাপড়ি মণ্ডল
প্রাপ্ত নম্বর ৬৮৮।
বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল।

সৌপ্তিক মুখোপাধ্যায়
প্রাপ্ত নম্বর ৬৮৮।
কংসাবতী শিশু বিদ্যালয়।

উদিতা রায়
প্রাপ্ত নম্বর ৬৮৮।
বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ।

অরিত্র সাঁতরা
প্রাপ্ত নম্বর ৬৮৮।
মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়।

পুষ্পক রত্নম
প্রাপ্ত নম্বর ৬৮৮।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়।

অবন্তিকা রায়
প্রাপ্ত নম্বর ৬৮৮।
রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৯: সে এক স্বপ্নের ‘চাওয়া পাওয়া’

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৭৭: পৃথিবীতে এমন কেউ নেই, যাঁর জীবনের আকাশে কখনও শত্রুতার মেঘ জমেনি

 

নবম

দেবাঙ্কন দাস
প্রাপ্ত নম্বর ৬৮৭।
তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল।

মৃন্ময় বসাক
প্রাপ্ত নম্বর ৬৮৭।
কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়।

অনীক সরকার
প্রাপ্ত নম্বর ৬৮৭।
বালুরঘাট হাইস্কুল।

অরিত্রী মণ্ডল
প্রাপ্ত নম্বর ৬৮৭।
বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল।

দিশা ঘোষ
প্রাপ্ত নম্বর ৬৮৭।
দুবরাজপুর শ্রীশ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির।

ময়ূখ বসু
প্রাপ্ত নম্বর ৬৮৭।
কাঁকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়।

পরমব্রত মণ্ডল
প্রাপ্ত নম্বর ৬৮৭।
বর্ধমান মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়।

অয়ান নাগ
প্রাপ্ত নম্বর ৬৮৭।
কামারপুকুর আর.কে.মিশন মাল্টিপারপাস স্কুল।

অঙ্কুশ জানা
প্রাপ্ত নম্বর ৬৮৭।
বেলদা গঙ্গাধর একাডেমি।

দ্যুতিময় মণ্ডল
প্রাপ্ত নম্বর ৬৮৭।
বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন

ঐশিক জানা
প্রাপ্ত নম্বর ৬৮৭।
কন্টাই মডেল ইনস্টিটিউট।

প্রোজ্জ্বল দাস
প্রাপ্ত নম্বর ৬৮৭।
শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল

অনীশ দাস
প্রাপ্ত নম্বর ৬৮৭।
প্রফুল্ল নগর বিদ্যামন্দির।

তানাজ সুলতানা
প্রাপ্ত নম্বর ৬৮৭।
জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়।
 

দশম

কৌস্তভ সরকার
প্রাপ্ত নম্বর ৬৮৬।
রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়।

আমিনা বানু
প্রাপ্ত নম্বর ৬৮৬।
মোজামপুর গার্লস হাই স্কুল।

উবে সাদাফ
প্রাপ্ত নম্বর ৬৮৬।
সুজাপুর উচ্চ বিদ্যালয়।

প্রিয়ম পাল
প্রাপ্ত নম্বর ৬৮৬।
বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়।

তুহিন হালদা
প্রাপ্ত নম্বর ৬৮৬।
বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়।

দেবায়ন ঘোষ
প্রাপ্ত নম্বর ৬৮৬।
কোটাসুর উচ্চ বিদ্যালয়।

এসকে আরিফ মণ্ডল
প্রাপ্ত নম্বর ৬৮৬।
গিরিজোর সাঁওতাল উচ্চ বিদ্যালয়।

সম্যক দাস
প্রাপ্ত নম্বর ৬৮৬।
নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল।

স্বাগত সরকার
প্রাপ্ত নম্বর ৬৮৬।
কাসেমনগর বিএনটিপি গার্লস হাই স্কুল।

অয়ন্তিকা সামন্ত।
প্রাপ্ত নম্বর ৬৮৬।
চিলাডাঙ্গী রবীন্দ্র বিদ্যাবীথি।

সমন্বয় দাস
প্রাপ্ত নম্বর ৬৮৬।
তমলুক হ্যামিলটন উচ্চ বিদ্যালয়

বিশ্রুত সামন্ত।
প্রাপ্ত নম্বর ৬৮৬।
ধন্যশ্রী কে.সি. উচ্চ বিদ্যালয়।

সায়ন বেজ
প্রাপ্ত নম্বর ৬৮৬।
পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন।

সোহম সাঁতরা
প্রাপ্ত নম্বর ৬৮৬।
মহিষাদল রাজ উচ্চ বিদ্যালয়।

শৌভিক দিন্দা
প্রাপ্ত নম্বর ৬৮৬।
সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content