সমাবর্তন অনুষ্ঠানে।
শুক্রবার ২৯ মার্চ, রোটারি সদনে হয়ে গেল ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কাউন্সেলিং’ কোর্সের দশম সমাবর্তন। আয়োজন করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় এবং রাজ্যের লিগ্যাল এইডস সার্ভিসেস।
সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ, অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তী, ড. আরএন ঝুনঝুনওয়ালা, গিরিশ খৈতান, অধ্যাপক ড. জেকে দাস এবং চেয়ারম্যান বিচারপতি মলয় সেনগুপ্ত।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৩: বিপর্যয়ের দিনে বন্ধু রবীন্দ্রনাথ
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩১: আমার মতে, তোর মতো কেউ নেই
এই কোর্সের পাঠ্যক্রমের উদ্দেশ্য, মানসিক স্বাস্থ্য বিষয়ে ছাত্রছাত্রীদের উচ্চস্তরের শিক্ষা প্রদান করা। এই ডিগ্রি অর্জনের মাধ্যমে ছাত্রছাত্রীরা আগামী দিনে একজন সফল কাউন্সিলর হওয়ার সুযোগ পাবেন। সমাবর্তন অনুষ্ঠানটি পরিচলনা করেন লিগ্যাল এইড সার্ভিসের সম্পাদক বিপ্লবকুমার সরকার।