বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


একেবারে দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমেই আমাদের জীবনগড়া শুরু হয়। তাই এই পরীক্ষাকে অবশ্যই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। ভৌতবিজ্ঞান একটি দারুণ বিষয়। প্রশ্নের মান ১, ২, ৩ নম্বর হওয়ায় খুব সহজেই এই বিষয়ে মনের মতো ফলাফল করা যায়।

অনেক ছাত্রছাত্রী এই ভৌত বিজ্ঞানকে অবহেলা করতে শুরু করে। কিন্তু একটু ভালো করে বুঝে পড়লে খুব সহজেই ৮০ থেকে ৯০ নম্বর পাওয়া যায়। এই বিষয়ে ভালো ফলাফল করার জন্য তোমাকে কতগুলি নিয়ম মেনে চলতে হবে।

বেশি নম্বরের জন্য কী কী বিষয় মাথায় রাখতে হবে?

শর্ট কোয়েশ্চেন

মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞানে ‘ক’ এবং ‘খ’ বিভাগের ‘শর্ট কোয়েশ্চেন’ (এমসিকিউ + ভিএসএ কিউ) থাকে ৩৬ নম্বরে। এমসিকিউ থাকে ১৫টি এবং ভিএসএকিউ থাকে ২১টি অর্থাৎ ১০০ শতাংশের মধ্যে ৪০ শতাংশ প্রশ্ন থাকে শর্ট প্রশ্ন।

আরও পড়ুন:

মাধ্যমিক ২০২৩: পাঠ্যবই খুঁটিয়ে পড়লে বাংলায় বেশি নম্বর পাওয়া কঠিন নয়

মাধ্যমিক ২০২৩: ইংরাজি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিলে ভালো ফল করা সম্ভব, তা দেখে নাও একঝলকে

 

পাঠ্যবই ভালো করে খুঁটিয়ে পড়বে

প্রথমে এই ৩৬ নম্বর নেওয়ার জন্য পাঠ্যবই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তারপর যেকোনও একটি ভৌতবিজ্ঞান সহায়িকার সাহায্য নিয়ে ‘শর্ট কোয়েশ্চেন’গুলো মুখস্ত করে ফেলবে। এর পরে সময় করে প্রতিদিন ৫০টি করে প্রশ্ন একটি খাতায় লিখে নিজে নিজে পরীক্ষা দাও। এখানেই শেষ নয়, নিজের খাতা নিজেই দেখে নিজেকে মূল্যায়ন করবে।

আরও পড়ুন:

মাধ্যমিক ২০২৩: ইতিহাসে বেশি নম্বর পেতে অবশ্যই এই প্রশ্নগুলিকে বাড়তি গুরুত্ব দাও

মাধ্যমিক ২০২৩: একটু সতর্ক হলেই অঙ্কে লিখিত পরীক্ষায় ৯০তে ৯০ পাওয়া সম্ভব

 

বিভাগ-গ

এরপর ২ নম্বরের ৯টি প্রশ্ন থাকে ‘গ বিভাগ’-এ অর্থাৎ ২X৯ = ১৮ নম্বরের। এই ৯টি প্রশ্নের মধ্য থেকে ৬টি থেকে ৭টি প্রশ্ন ‘কমন’ পাওয়ার জন্য বিভিন্ন অধ্যায়ে যে সব সূত্রগুলো থাকে সেগুলি ভালো করে মুখস্ত করে ফেল। যেমন ধরো বয়েলের সূত্র ফ্যারাডের, সূত্র লেঞ্জের সূত্র, মেন্ডেলিফের সূত্র ইত্যাদি।

আরও পড়ুন:

মাধ্যমিক ২০২৩: ভূগোলে বেশি নম্বরের জন্য এইসব প্রশ্নগুলি অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ো

মাধ্যমিক ২০২৩: আর বেশি দেরি নেই, জীবনবিজ্ঞানে বেশি নম্বরের জন্য এই ধরনের প্রশ্ন ভালো করে অভ্যাস করো

 

বিভাগ-ঘ

এরপরে তিন নম্বরের ১২টি প্রশ্ন থাকে ‘ঘ বিভাগ’-এ। এই ১২টি প্রশ্নের মধ্য থেকে ৪টি থেকে ৫টি গাণিতিক সমস্যা আসে। অর্থাৎ প্রায় ১২ থেকে ১৫ নম্বরের অর্থাৎ এক কথায় বলতে গেলে ভৌতবিজ্ঞানে গাণিতিক সমস্যাকে কোনওমতেই গুরুত্ববিহীন করা চলবে না।

 

গ্যাসের আচরণ ও চলো তড়িৎ

গ্যাসের আচরণ ও চলো তড়িৎ, চ্যাপ্টারের যে অঙ্কগুলো থাকবে সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে।

আরও পড়ুন:

চেনা দেশ অচেনা পথ, পর্ব-৬: প্রকৃতি নিয়ে পর্যটন

বিচিত্রের বৈচিত্র্য: এই বইমেলা জানে আমার প্রথম অনেক কিছু…

 

গাণিতিক সমস্যার সমাধান

ছাত্ররা তোমাদের উদ্দেশ্যে এই কথাই বলব যে, তোমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করবে অবশ্যই উত্তরের শেষে একক লিখবে। অনেক ছাত্রছাত্রীই একককে ঠিকঠাক লেখে না।

 

রাসায়নিক বিক্রিয়া

রসায়ন বিভাগের জন্য তোমাদের বলব যে, প্রতিদিন এক ঘণ্টা ধরে রাসায়নিক বিক্রিয়াগুলি অনুশীলন করবে।

আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪২: সুন্দরবনের কিছু মূল্যবান মাছ যেগুলো আজ লুপ্তপ্রায়

খাই খাই: অল্প উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন আমিষ ধোকা

 

পিরিয়ডিক টেবিল

রসায়ন বিভাগের প্রাণকেন্দ্র হল পিরিয়ডিক টেবিল। অতএব এই পিরিয়ডিক টেবিল ভালো করে বুঝে মুখস্থ করতে হবে। কারণ, এই টেবিল ভালো করে বুঝে নিলে রসায়ন বিভাগটা প্রায় ৭০ শতাংশ বোঝা হয়ে যায়।

ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে এই কতকগুলো বিষয় মাথায় রাখলে আশা করি সবাই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তোমাদের জন্য আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল।

* ক্লাসরুম (Classroom – Madhyamik 2023) : সুশঙ্কর সরকার (Sushankar Sarkar) ভৌতবিজ্ঞানের শিক্ষিক, রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

Skip to content