বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ছাত্র-ছাত্রীদের সকলকে নববর্ষের ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে ভালো ফল করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করছি। সময় তো আর খুব বেশি নেই। তাই এখনই তোমাদের Final Touch দিতে হবে।
প্রথমেই বলি, ইংরেজি বিষয়টিকে ভালোবেসে যত্ন সহকারে পড়তে হবে। ভয় পেলে কিন্তু চলবে না। নিজের উপর আস্থা ও আত্মবিশ্বাস যেন অটুট থাকে। প্রতিটি lesson-এর প্রতিটি শব্দ তথা বাক্য খুব খুঁটিয়ে পড়তে হবে। যাতে সমগ্র বাক্যের অর্থ খুব ভালোভাবে বোধগম্য হয়। প্রতিটি শব্দ কোন parts of speech-এর অন্তর্গত সেটা জানতে হবে এবং মনে রাখতে হবে।
আরও পড়ুন:

মাধ্যমিক ২০২৩: পাঠ্যবই খুঁটিয়ে পড়লে বাংলায় বেশি নম্বর পাওয়া কঠিন নয়

জীবনের প্রথম বড় ম্যাচের আগে অনুশীলনে ফাঁকি নয়, পরীক্ষায় লক্ষ্যভেদ করলে আগামীর পথ মসৃণ হবে

যে কোন ভাষা ভালোভাবে আয়ত্ত করতে হলে সেই ভাষার grammar খুব ভালো করে জানতে হয়। ইংরেজির ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। English Grammar-এর Articles and Prepositions, Voice, Narration, Transformation of Sentence, Phrasal Verb এবং অতি অবশ্যই Tense— এই অধ্যায়গুলো খুব ভালো করে পড়বে। প্রতিটা Chapter-এর worked out examples এবং Rules and Regulations খুব খুঁটিয়ে পড়বে। সেই সঙ্গে মনে রাখতে চেষ্টা করবে। Excercise যত বেশি সম্ভব solve করবে। ছোট ছোট বাক্যে উত্তর লেখার অভ্যাস করবে।
এবার আসি মুখস্ত করার বিষয়ে। মুখস্তবিদ্যা তখনই সাহায্য করবে যখন তা শুধুই যান্ত্রিক নয়। যন্ত্রের মতো মুখস্ত করে কোনও সুফল পাওয়া যায় না। Content অথবা Subject matter-এর অর্থ পরিষ্কারভাবে বুঝে তবেই মুখস্ত করবে। তোমাদের একটা কথা অতি অবশ্যই মনে রাখতে হবে যে তোমরা অনেকেই চিন্তা করার সময় ঠিকই চিন্তা কর। কিন্তু সেই চিন্তা-ভাবনাকে লিখে প্রকাশ করতে গিয়ে ভুল করে ফেলো। চিন্তা ভাবনা ও তার লিখিত প্রয়োগের মধ্যে Co-ordination-এর অভাবই নম্বর কমে যাওয়ার অন্যতম কারণ। সুতরাং লেখার সময় খুব ঠান্ডা মাথায় লিখবে যাতে “তোমাদের চিন্তাভাবনা সঠিক, অথচ লেখা ভুল”— এরকম না ঘটে।
আরও পড়ুন:

চেনা দেশ অচেনা পথ, পর্ব-৪: সবুজের নেশায় অভয়ারণ্য/২

উত্তম কথাচিত্র, পর্ব-২১: কে তুমি নিলে আমার চিরসবুজের ‘অগ্নিপরীক্ষা’

আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। Translation শব্দটি তোমাদের অতি পরিচিত একটি শব্দ। যদি Class seven থেকে Class ten level-এর মধ্যে কোনও English Translation এর বই যোগাড় করতে পারো এবং সেই বই থেকে প্রতিদিন এক একটা অধ্যায় বেছে নিয়ে অন্তত ১৫টা ট্রানসলেশন প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবে নিজের লেখার standard কত ভালো হয়। Regular Translation প্র্যাকটিস করলে দেখবে নিজের লেখা কত সহজ, সাবলীল ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। Translation Practice করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমার Grammar-এর প্রয়োগজনিত উন্নতিও ঘটবে।
আরও পড়ুন:

সুস্থ থাকুন, ভালো থাকুন, শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে? প্রাকৃতিক উপায়েই সহজে জব্দ হবে এই রোগ, কী ভাবে?

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৪: যেখানে অর্জিত ভক্তি ও বিশ্বাস আছে, সেখানেই ভগবান আছেন

এবার বলি, খুব ভালোভাবে স্পষ্ট উচ্চারণ করে punctuation mark মেনে reading-এর অভ্যাস করবে। নিজের সঠিক উচ্চারণ নিজের কানে শুনলে জীবনে তা কোনওদিন ভুলবে না। পড়ার সময় কোনও বানান নিয়ে confusion হলে তা লিখবে।চোখের সামনে লিখিত থাকা একই শব্দের একাধিক বানান ভালোভাবে খুঁটিয়ে দেখবে। তোমাদের মস্তিষ্ক কিন্তু তখন শুধু সঠিক বানানটাই তোমাদের বেছে নিতে সাহায্য করবে। এই জন্যই উচিত পড়ার সময় মন দিয়ে প্রতিটা বানান পর্যবেক্ষণ করা। It will definitely help you in future.
 

তোমাদের প্রশ্নপত্রের বিভিন্ন অংশ সম্বন্ধে আলোচনা করছি।

 

প্রথম বিভাগ

Reading Comprehension (Seen)— এই বিভাগে তোমাদের Syllabus-এর মধ্য থেকেই একটি Prose এবং একটি Poetry থেকে প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের Text Book “Bliss”-এর প্রতিটি Prose এবং Poetry খুব ভালো করে পড়বে। এছাড়াও প্রতিটি Prose অথবা Poetry শুরুর ঠিক আগে নীল কালিতে লেখা second paragraphটি খুব ভালোভাবে পড়বে এবং তার অর্থ বোঝার চেষ্টা করবে। মনে রাখবে, ওই Prose অথবা Poetry-র content-এর সারসংক্ষেপ ওই Blue Second Paragraphটিতে লিখিত আছে। সুতরাং ওই Blue Introductory Second Paragraphটির অর্থ বুঝতে পারলে সমগ্র Lesson-এর অর্থ বোঝা অনেক সহজ হয়ে যাবে। এছাড়াও প্রতিটি Lesson-এর প্রত্যেকটি Activity Task খুব ভালোভাবে practice করবে।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৯: গুরুদেবের দেওয়া গুরুদায়িত্ব

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৩: বিমানবন্দর থেকে বেরিয়েই উইসকনসিনের সঙ্গে পার্থক্যটা টের পেলাম, মুহূর্তে ঠোঁট, গাল জমে যেতে লাগল

 

দ্বিতীয় বিভাগ

(Reading Comprehension (Unseen). এটা বলাই বাহুল্য যে Unseen Passage তোমাদের অজানা থাকবে কিন্তু তা বলে ভয় পেলে চলবে না। প্রথমেই চেষ্টা করবে Passage এর বিষয়বস্তু ভাল করে বুঝতে। অজানা শব্দের অর্থ, আগের ও পরের Sentence ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করতে হবে। প্রতিটি Question এর অর্থ বুঝে তবেই তার Answer লিখবে। একদম তাড়াহুড়ো করবে না।

 

তৃতীয় বিভাগ

(Grammar and Vocabulary)-এই বিভাগের প্রথমে সঠিক Tense-এর প্রয়োগের Question থাকে। তারপরে Articles and Prepositions-এর Chapter থেকে Question. এরপরে “Do as Directed” অংশে সাধারণত Voice, Narration, Transformation of Sentence—Chapterগুলো থেকে Question থাকে। Practice, practice and practice — এই হল এই বিভাগে ভালো ফল করার মূল মন্ত্র। এই বিভাগের প্রশ্ন গুলোর ধাঁচ বিগত পাঁচ বছরের Madhyamik Question Paper দেখলেই বুঝতে পারবে। খুব কঠিন প্রশ্ন কিন্তু এই বিভাগে সচরাচর থাকে না। তবে Phrasal Verb এর উত্তর লেখার সময় শুধু সঠিক Phrasal Verb লিখলে চলবে না। বাক্যের Tense অনুযায়ী Form Change করে তবেই কিন্তু সঠিক Phrasal Verbটি লিখতে হবে। Unseen Passage-এর অর্থ মোটামুটি বুঝতে পারলে Vocabulary-র চারটি শব্দের অর্থ ঠিকই লিখতে পারবে। অসুবিধে হবে না।

আরও পড়ুন:

শাশ্বতী রামায়ণী, পর্ব-৩৩: শোকস্তব্ধ অযোধ্যানগরী কি আপন করে নিল ভরতকে?

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৩৯: মিশ্র মাছ চাষের অভিনবত্ব

 

চতুর্থ বিভাগ

“Writing Skill”—এই বিভাগে তিনটি প্রশ্ন থাকে। প্রত্যেক প্রশ্নের উত্তর লেখার সুবিধার জন্য Points দেওয়া থাকে। অন্তত একটা সঠিক বাক্য যাতে প্রত্যেক Point-এর ভিত্তিতে লেখা যায়, সেটা খেয়াল রাখতে হবে। এই বিভাগের প্রতিটি উত্তরের Format যেন ঠিক থাকে— যেমন Story-র ক্ষেত্রে Title এবং Moral (প্রয়োজন অনুসারে) সঠিকভাবে লিখতে হবে। Letter, Report এবং Process-এর ক্ষেত্রেও সঠিক Format মেনে লিখতে হবে। বিশেষত, Letter, Report, Notice লেখার ক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখবে। নিজের School অথবা Club-এর Name এবং Address লিখবে না। পরিবর্তে XYZ/ ABC School বা Club লিখবে। Notice লেখার সময় পুরো Format বিশেষভাবে মনে রাখবে। Process-এর ক্ষেত্রে Flow-Chart এর প্রতিটি Point-কে এক একটি বাক্যে পরিণত করে লিখতে হবে। উত্তর লেখার সময় Flow-Chart-এর Continuity যেন বজায় থাকে অর্থাৎ সঠিকভাবে পরপর প্রতিটি Step-এর উল্লেখ যেন থাকে তোমার লেখায়। একটা কথা মনে রাখবে —Writing Skill-এর উত্তর লেখার ক্ষেত্রে শুধু Title অথবা Format অথবা দু’টোই ঠিক লিখলেও কিন্তু নম্বর পাওয়া যাবে না। লেখার মধ্যে Content (বিষয়বস্তু)/Body অবশ্যই থাকতে হবে। তবেই উত্তরের Standard অনুযায়ী নম্বর পাওয়া যাবে।

আরও পড়ুন:

মহাভারতের আখ্যানমালা, পর্ব-৫১: তীর্থযাত্রার ফল কি তবে প্রশান্তি!

স্বাদে-গন্ধে: সামনেই জন্মদিন? বিশেষ দিনের ভূরিভোজে বানিয়ে ফেলুন কাশ্মীরি পদ মটন রোগান জোস!

পরিশেষে বলি ৯০ নম্বরের Question-এর Pattern এবং Marks Distribution সম্বন্ধে তোমরা সকলেই অবগত আছো। প্রতিটি উত্তর লেখার ক্ষেত্রে মাথা ঠান্ডা করে সঠিক চিন্তাভাবনা ও তার সঠিক লিখিত প্রয়োগ ঘটাতে পারলেই কিন্তু ভালো নম্বর পাবে। এটা সুনিশ্চিত। আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলছি, তোমাদের প্রশ্নের উত্তর লেখা শেষ হয়ে গেলে দেখবে বেশ কিছুটা সময় তখনও হাতে আছে। সেই সময়ে অতি অবশ্যই খুব মন দিয়ে প্রতিটা উত্তর Revise করবে। Revise করলে দেখবে কোনও না কোনও ভুল বেরোবেই। খুব ভালোভাবে Revise করলে কিন্তু নম্বর বেশি পাওয়া অনেক বেশি সহজ হবে। আর বেশি কিছু বলার নেই। তোমাদের সকলকে Best of Luck বলে আলোচনা এখানেই শেষ করলাম।
* ক্লাসরুম (Classroom – Madhyamik 2023) : সমাগত মুখোপাধ্যায় (Samagata Mukherjee) শিক্ষক, ইংরাজি বিভাগ, রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয়, (উ.মা) রহড়া।

Skip to content