রোজ দিন ২৪ ঘণ্টা যখন তখন মেল ঢুকছে। ইনবক্সে কয়েক হাজার মেল। একেবারে উপছে পড়ছে মেল। মুশকিল হল, এত মেলের মধ্যে জরুরি ইমেলটি খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়। কোনও কোনও ক্ষেত্রে গুগল-এর জিমেল-এর ‘সার্চ’ অপশনে গিয়ে খুঁজে হয়তো পাওয়া যায়, তবে তা সময়সাপেক্ষ। আর অনেক পুরনো ইমেল হলে তো হয়েছে, সেল মেল খোঁজতে অনেক সময় লাগে।
