ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে ১৫১ জন হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট নেওয়া হবে।
বিজ্ঞপ্তি নং
R/HP/19/2022.
কারা আবেদন করবেন
মাধ্যমিক পাশরা এক বছরের হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট কোর্স পাশের সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ হোমিওপ্যাথিক মেডিসিন কাউন্সিল হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে।
দক্ষতা
বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানা দরকার।
বয়স
বয়স হতে হবে ০১.০১.১৯৮৩ থেকে ০১.০১.২০০৪ এর মধ্যে। তপসিলিরা ৫ এবং ওবিসি-রা ৩ বছরের ছাড় পাবেন।
বেতনক্রম
মাসিক বেতন ৭,১০০-৩৭,৬০০ টাকা। গ্রেড পে-৩,২০০ টাকা।
শূন্যপদ
১৫১টি (জেনারেল ৭৭, তপশিলি ৩৪, তপশিলি উপজাতি ৯, ওবিসি-এ-১৫, ওবিসি-বি ১১, বিশেষভাবে সক্ষম ৫)
পরীক্ষার নম্বর বিভাজন
মাধ্যমিক থেকে ৪০ নম্বর। হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট বিষয়ে ৪৫ নম্বর। ইন্টারভিউ-এত জন্য ১৫ নম্বর।
আবেদনের পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে। ওয়েবসাইট: www.wbhrb.in
আবেদনের ফি
আবেদন করার জন্য ফি বাবদ ১৬০ টাকা লাগবে।
আবেদনের শেষ তারিখ
৫ মে ২০২২-এর মধ্যে আবেদন করতে হবে।
আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটটি দেখুন।
R/HP/19/2022.
মাধ্যমিক পাশরা এক বছরের হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট কোর্স পাশের সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ হোমিওপ্যাথিক মেডিসিন কাউন্সিল হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে।
বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানা দরকার।
বয়স হতে হবে ০১.০১.১৯৮৩ থেকে ০১.০১.২০০৪ এর মধ্যে। তপসিলিরা ৫ এবং ওবিসি-রা ৩ বছরের ছাড় পাবেন।
মাসিক বেতন ৭,১০০-৩৭,৬০০ টাকা। গ্রেড পে-৩,২০০ টাকা।
১৫১টি (জেনারেল ৭৭, তপশিলি ৩৪, তপশিলি উপজাতি ৯, ওবিসি-এ-১৫, ওবিসি-বি ১১, বিশেষভাবে সক্ষম ৫)
মাধ্যমিক থেকে ৪০ নম্বর। হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট বিষয়ে ৪৫ নম্বর। ইন্টারভিউ-এত জন্য ১৫ নম্বর।
আবেদন করতে হবে অনলাইনে। ওয়েবসাইট: www.wbhrb.in
আবেদন করার জন্য ফি বাবদ ১৬০ টাকা লাগবে।
৫ মে ২০২২-এর মধ্যে আবেদন করতে হবে।
আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটটি দেখুন।