ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
পদের নাম
ইকনমিক্স সার্ভিসেস
২৪টি
ইকনমিক্স, অ্যাপ্লায়েড ইকনমিক্স, বিজনেস ইকনমিক্স, ইকনমেট্রিক্স-এর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাশ করা ছেলেমেয়েরা ‘ইন্ডিয়ান ইকনমিক্স সার্ভিসেস’-পরীক্ষার জন্য আবেদন করতে পারেন।
পদের নাম
স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস
২৯টি
স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্সের-পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরা ‘ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস’ পরীক্ষার জন্য আবেদন করতে পারেন।
উভয় ক্ষেত্রেই ০১.০৮.২০২২-এর হিসাবে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে।
তপসিলিরা ৫, ওবিসি রা ৩ ও বিশেষভাবে সক্ষমরা ১০ বছরের ছাড় পাবেন।
07/2022-IES/ISS.Dated:06.04.2022
প্রার্থী বাছাই করবে পাবলিক সার্ভিস কমিশন। প্রথমে হবে লিখিত পরীক্ষা।
কলকাতা, পটনা, কটক, দিসপুর এবং শিলং
আবেদন করতে হবে অনলাইনে।
www.upsconline.nic.in
আবেদনের ফি বাবদ আপনাকে ২০০ টাকা দিতে হবে। মহিলা, বিশেষভাবে সক্ষম ও তপশিলিদের ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ ২৬ এপ্রিল ২০২২
এছাড়া বিস্তারিত জানতে ওয়েবসাইটটি দেখুন।