ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
২১ জন জুনিয়র আ্যসিস্ট্যান্ট নেবে কলকাতা পুরসভা। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং হল ১/২০২২।
শূন্যপদ
● সাধারণ ৪
● বিশেষভাবে সক্ষম ১
● সাধারণ খেলোয়াড় ১
● সাধারণ প্রাক্তন সমরকর্মী ৬
● তপশিলি ২
● তপশিলি জাতি সমরকর্মী ৩
● তপশিলি উপজাতি ২
● ওবিসিএ ১
● ওবিসিবি ১
শিক্ষাগত যোগ্যতা
● উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
কোন কোন ক্রীড়াক্ষেত্র থেকে খেলোয়াড়দের নিয়োগ করা হবে
● অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ব্যাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, ওয়েটলিফটিং, টেনিস, ভলিবল, সুইমিং, টেবিল টেনিস, খো খো, রাইফেল শ্যুটিং, জুডো, জিমন্যাস্টিক, সাইক্লিং, বক্সিং, রেসলিং।
খেলাধুলার যোগ্যতা
● আন্তর্জাতিক বা জাতীয় বা আন্তঃবিশ্ববিদ্যালয় বা স্কুল গেমস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকতে হবে।
বয়স
● ০১.০১.২০২২ তারিখে ৪০ বছরের মধ্যে হতে হবে। সেক্ষেত্রে তপশিলিরা ৫ ও বিসি-রা ৩ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে ছাড় পাবেন।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি
● প্রার্থী বাছাই হবে পারসোনালিটি টেস্ট বা ইন্টারভিউ-এর মাধ্যমে।
আবেদন কীভাবে করবেন
● আপনি আবেদন করবেন অনলাইনে। অনলাইন আবেদন করার ওয়েবসাইট হল: www.mscwb.org।
কত টাকা লাগবে
● সাধারণের ক্ষেত্রে ২০০ টাকা লাগবে। তপশিলি ও বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে ৫০ টাকা লাগবে।
আবেদনের শেষ তারিখ
● আবেদনের শেষ তারিখ ১৩ এপ্রিল ২০২২।