রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

২১ জন জুনিয়র আ্যসিস্ট্যান্ট নেবে কলকাতা পুরসভা। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং হল ১/২০২২।

শূন্যপদ
সাধারণ ৪
বিশেষভাবে সক্ষম ১
সাধারণ খেলোয়াড় ১
সাধারণ প্রাক্তন সমরকর্মী ৬
তপশিলি ২
তপশিলি জাতি সমরকর্মী ৩
তপশিলি উপজাতি ২
ওবিসিএ ১
ওবিসিবি ১

শিক্ষাগত যোগ্যতা
উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

কোন কোন ক্রীড়াক্ষেত্র থেকে খেলোয়াড়দের নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ব্যাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, ওয়েটলিফটিং, টেনিস, ভলিবল, সুইমিং, টেবিল টেনিস, খো খো, রাইফেল শ্যুটিং, জুডো, জিমন্যাস্টিক, সাইক্লিং, বক্সিং, রেসলিং।

খেলাধুলার যোগ্যতা
আন্তর্জাতিক বা জাতীয় বা আন্তঃবিশ্ববিদ্যালয় বা স্কুল গেমস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকতে হবে।

বয়স
০১.০১.২০২২ তারিখে ৪০ বছরের মধ্যে হতে হবে। সেক্ষেত্রে তপশিলিরা ৫ ও বিসি-রা ৩ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে ছাড় পাবেন।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি
প্রার্থী বাছাই হবে পারসোনালিটি টেস্ট বা ইন্টারভিউ-এর মাধ্যমে।

আবেদন কীভাবে করবেন
আপনি আবেদন করবেন অনলাইনে। অনলাইন আবেদন করার ওয়েবসাইট হল: www.mscwb.org।

কত টাকা লাগবে
সাধারণের ক্ষেত্রে ২০০ টাকা লাগবে। তপশিলি ও বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে ৫০ টাকা লাগবে।

আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ ১৩ এপ্রিল ২০২২।

Skip to content