রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড দিল্লি ডেভেলপমেন্ট অথিরিটিতে ‘অফিস অ্যাসিস্টেন্ট’ ও ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৩৭৮ জন লোক নেবে।

কারা কোন পদের জন্য যোগ্য

ডাটা এন্ট্রি অপারেটর

যেকোনও শাখায় উচ্চমাধ্যমিক বা ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারেন।

দক্ষতা
ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫টি শব্দ লেখার গতি থাকতে হবে।

বেতনক্রম
দিল্লি সরকারের নূন্যতম মজুরি অনুযায়ী (উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতার জন্য) মাইনে পাবেন।

শূন্যপদ
শূন্যপদ রয়েছে ১৭৮টি।

অফিস অ্যাসিস্টেন্ট

যেকোনও শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন।

দক্ষতা
কম্পিউটারে কাজ করার মতো অভিজ্ঞতা থাকা আবশ্যক।
মিনিটে ৩৫টি শব্দ লেখার গতি থাকতে হবে।

বয়স
বয়স হতে হবে ২১-৪৫ বছরের মধ্যে।

বেতনক্রম
দিল্লি সরকারের নূন্যতম মজুরি (গ্র্যাজুয়েট যোগ্যতার জন্য) অনুযায়ী মাইনে পাবেন।

শূন্যপদ
শূন্যপদের সংখ্যা ২০০টি।

পরীক্ষার ধরণ
অফিস অ্যাসিস্টেন্ট পদের বেলায় প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষায় অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে।

পরীক্ষার বিষয়
জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ গ্রামার ও রাইটিং। এই পরীক্ষার পর হবে কম্পিউটার ও টাইপিং টেস্ট। শেষে হবে পার্সোনাল ইন্টারক্সশন ও ডিসকাশন।

বিজ্ঞপ্তি নং
বিজ্ঞপ্তি নং হল: ১৩১

আবেদনের পদ্ধতি
আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট: www.becil.com

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
পাসপোর্ট সাইজের ছবি, ডিজিটাল সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা, জাতির শংসাপত্র প্রভৃতি স্ক্যান ফাইল পাঠাতে হবে।

আবেদনের ফি
আবেদন করার জন্য লাগবে ৭৫০ টাকা। তপশিলি, বিশেষভাবে সক্ষম ও ইডব্লিউএস হলে ৪৫০ টাকা দিতে হবে।
আবেদন করা হয়ে গেলে আবেদনপত্রটি প্রিন্ট করে নিয়ে হবে।
আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটটি দেখুন।


Skip to content