রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


৪৫ জন স্টেনো নেওয়া হবে পটনা হাইকোর্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে।

কারা আবেদন করবেন
যেকোনও শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।

বিজ্ঞপ্তি নং
04/R&A Cell, Dated 13th April, 2022

দক্ষতা
ইংরাজি শর্টহ্যান্ডে মিনিটে অন্তত ৮০টি।
ইংরাজি টাইপিং-এ মিনিটে ৪০টি শব্দ লেখার গতি থাকতে হবে।
স্বীকৃত সংস্থা থেকে ইংরাজি শর্টহ্যান্ড ও ইংরাজি টাইপিং-এর সার্টিফিকেট কোর্স পাশ করে থাকতে হবে।
কোনও স্বীকৃত সংস্থা থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ৬ মাসের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে।

বয়স
০৫.০৫.২০২২ এর হিসাবে বয়স হতে হবে ১৮-৩৭ বছরের মধ্যে। তপশিলি ৫ এবং ওবিসিরা ৩ বছরের ছাড় পাবেন।

বেতনক্রম
চাকরি হবে চুক্তিভিত্তিক। বেতন মাসিক ৩০,০০০ টাকা।

আবেদনের পদ্ধতি
আবেদন করবেন অনলাইনে। এই ওয়েবসাইট: http://patnahighcourt.gov.in

আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ ৫ মে ২০২২।

এছাড়া বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইটটি।

Skip to content