শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ৮০ জনকে নেবে এনবিসিসি। এটি কেন্দ্রীয় সরকারের হাউসিং অ্যান্ড আর্বান অ্যাফেয়ার্স মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর:০৬/২০২২

শূন্যপদ
দুটি ভাগে ভাগ করা হয়েছে।
সিভিল: ৬০টি (সাধারণ ২৯, তপশিল জাতি ৯, তপশিলি উপজাতি ৬, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ৮)-র মধ্যে তিনটি শূন্যপদ বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত থাকবে।
ইলেকট্রিক্যাল: ২০টি (সাধারণ ৯, তপশিলি জাতি ৩, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ২)-র মধ্যে ১টি শূন্যপদ বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা
সিভিল-এর ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে। ইলেকট্রিক্যাল-এর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে।
উভয় ক্ষেত্রেই ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।

বয়স
১৪.০৪.২০২২ তারিখে ২৮ বছরের মধ্যে হতে হবে। তপশিলি, ওবিসি, বিশেষভাবে সক্ষম এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

বেতনক্রম
মূল বেতন দেওয়া হবে ২৭,২৭০ টাকা।

আবেদন করার পদ্ধতি
আপনি অনলাইনে আবেদন করতে পারেন এই ওয়েবসাইটে: www.nbccindia.in
দরখাস্তের সময় স্ক্যান করে আপলোড করতে হবে সমস্ত নথি। প্রার্থীর রঙিন ছবি, সই, কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি সমস্ত কিছুই স্ক্যান করে পাঠাতে হবে। ফি বাবদ ৫০০ টাকা লাগবে। তপশিলি ও বিশেষভাবে সক্ষমদের কোনও ফি লাগবে না।

সমস্ত কিছু পড়ে সঠিকভাবে ফর্মটি পূরণ করুন। ফর্ম ফিলাপ হয়ে গেলে এক কপি প্রিন্ট করে রেখে দেবেন নিজের কাছে। এছাড়াও বিস্তারিত জানতে আপনি উপরে দেওয়া ওয়েবসাইটে যেতে পারেন।

আবেদনের শেষ তারিখ
এই চাকরির জন্য আবেদনের শেষ দিন হল ১৪ এপ্রিল ২০২২।

Skip to content