রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

ইস্টার্ন কমান্ড সিগন্যাল রেজিমেন্ট স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, ম্যাসেঞ্জার, ড্রাফটি, সাফাইওয়ালা, গার্ডেনের পদে ৩৭ জন লোক নেওয়া হবে।

কারা কোন পদের জন্য যোগ্য

লোয়ার ডিভিশন ক্লার্ক
উচ্চমাধ্যমিক পাশরা ইংরাজি টাইপিং-এ মিনিটে অন্তত ৩৫টি শব্দ টাইপ করার গতি থাকলে আবেদন করতে পারেন।

বেতনক্রম
মূল মাইনে পে ম্যাট্রিক্স লেভেল-২।

শূন্যপদ
৮টি

স্টেনোগ্রাফার গ্রেড-২
উচ্চমাধ্যমিক পাশরা ইংরাজি টাইপিং-এ মিনিটে অন্তত ৮০টি শব্দ টাইপ করার গতি থাকলে আবেদন করতে পারেন।

বেতনক্রম
মূল মাইনে পে ম্যাট্রিক্স লেভেল-৪

শূন্যপদ
৮টি

সাফাইওয়ালা
মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম
মূল মাইনে পে ম্যাট্রিক্স -১

শূন্যপদ
৩টি

ম্যাসেঞ্জার
মাধ্যমিক পাশরা যোগ্য। সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম
মূল মাইনে মে ম্যাট্রিক্স-১

শূন্যপদ
১৫টি

ড্রাফটি
মাধ্যমিক পাশরা যোগ্য। সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন
মূল মাইনে পে ম্যাট্রিক্স-১

শূন্যপদ
১টি

গার্ডেনার
মাধ্যমিক পাশরা যোগ্য। সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম
মূল মাইনে পে ম্যাট্রিক্স-১

শূন্যপদ
২টি


বয়স
সব ক্ষেত্রেই বয়স হতে হবে ২৯.০৪.২০২২ এর হিসাবে ১৮-২৫ বছরের মধ্যে। তপসিলিরা ৫ এবং ওবিসি রা ৩ বছরের ছাড় পাবেন।

ওয়েবসাইট
Onlineforms.in/hq-bengal-sub-area-eastern-command-vacancy-2022

প্রয়োজনীয় তথ্য
বয়স,শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট-স্ব প্রত্যায়িত নকল। নিজের নাম ঠিকানা লেখা ও উপযুক্ত ডাকটিকিট সাঁটা দুটি খাম। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের স্বপ্রত্যায়িত নকল। তিন কপি এখনকার তোলা পাসপোর্ট মাপের ছবি।

দরখাস্তের উপর লিখবেন
Application for the post of ……. Category (GEN/SC/ST/OBC/EWS)

কোন ঠিকানায় পাঠাবেন
HQ Bengal Sub Area, 246, AJC Bose Road, Ali pore, Kolkata-700027


Skip to content