রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

২,৯৭২ জন তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে পূর্ব রেল। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ ও অ্যাপ্রেন্টিস রুলস ১৯৯২ অনুসারে এই প্রশিক্ষণ দেওয়া হবে। ফিটার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার-সহ আইটিআই-এর বিভিন্ন ট্রেডে হাওড়া, লিলুয়া, শিয়ালদহ মালদা, আসানসোল-সহ বিভিন্ন ডিভিশন ও ওয়ার্কশপে।
বিজ্ঞপ্তি নং
RRC-ER/Act Apprentices/2021-2022
ডিভিশন/ওয়ার্কশপ অনুসারে আসন সংখ্যার বিবরণ
হাওড়া ডিভিশন
● ফিটার: ২৮১টি
● ওয়েল্ডার: ৬১টি
● মেকানিক মোটর ভেহিক্যল: ৯টি
● মেকানিক ডিজেল: ১৭টি
● মেসিনিস্ট: ৯টি
● কার্পেন্টার: ৯টি
● পেন্টার: ৯টি
● লাইনম্যান জেনারেল: ৯টি
● ওয়্যারম্যান: ৯টি
● রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: ১৭টি
● ইলেকট্রিশিয়ান: ২২০টি
● মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স: ৯টি
লিলুয়া ওয়ার্কশপ
● ফিটার: ২৪০টি
● মেসিনিস্ট: ৩৩টি
● টার্নার: ১৮টি
● ওয়েল্ডার: ২০৪টি
● পেন্টার জেনারেল: ১৫টি।
● ইলেকট্রিশিয়ান: ৪৫টি।
● ওয়্যারম্যান: ৪৫টি
● রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: ১৫টি
শিয়ালদহ ডিভিশন
● ফিটার: ২৮টি
● ইলেকট্রিশিয়ান জেনারেল: ৬টি
● এফসিও: ৭টি
● ওয়্যারম্যান: ৩টি
● অয়েল ইঞ্জিন ড্রাইভার/পি: ৪টি
● লাইনম্যান: ১টি
● অয়েল ইঞ্জিন ড্রাইভার/এসি: ৭টি
● এসি ফিটার: ১৩টি
● মেকানিক সি অ্যান্ড ডব্লিউ-ওয়েল্ডার: ২২টি
● মেকানিক ডি অ্যান্ড এম-ইলেকট্রিশিয়ান: ১০টি
● ডি এস এল/ফিটার: ১০টি
● সিভিল ইঞ্জিনিয়ারিং-ওয়েল্ডার: ১৩টি
● কার্পেন্টার: ৭টি
● ফিটার: ১০টি
● ব্ল্যাকস্মিথ: ৩২টি
● পেন্টার: ১০টি
কাঁচারাপাড়া ওয়ার্কশপ
● ফিটার: ৬০টি
● ওয়েল্ডার: ৩৫টি
● ইলেকট্রিশিয়ান: ৬৬টি
● মেসিনিস্ট: ৬টি
● ওয়্যারম্যান: ৩টি
● কার্পেন্টার: ৮টি
● পেন্টার: ৯টি
মালদা ডিভিশন
● ইলেকট্রিশিয়ান: ৪০টি
● রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: ৬টি
● ফিটার: ৪৭টি
● ওয়েল্ডার: ৩টি
● কার্পেন্টার: ২টি
● মেকানিক ডিজেল: ৩৮টি
আসানসোল ডিভিশন
● ফিটার: ১৫১টি
● টার্নার: ১৪টি
● ওয়েল্ডার: ৯৬টি
● ইলেকট্রিশিয়ান: ১১০টি
● মেকানিক ডিজেল: ৪১টি
জামালপুর ওয়ার্কশপ
● ফিটার: ২৫১টি
● ওয়েল্ডার: ২১৮টি
● মেসিনিস্ট: ৪৭টি
● টার্নার: ৪৭টি
● ইলেকট্রিশিয়ান: ৪২টি
● মেকানিক ডিজেল: ৬২টি
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিকে ৫০% নম্বর পেতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি কর্তৃক প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। ওয়েল্ডার, কার্পেন্টার, পেন্টার, লাইনম্যান, ওয়্যারম্যান এবং শিট মেটাল ওয়ার্কার ট্রেডের ক্ষেত্রে ক্লাস এইট পাস হলেই চলবে। তবে সংশ্লিষ্ট ট্রেডে উপরিউক্ত ট্রেড পাস করে থাকতে হবে।
বয়স
১০.০৫.২০২২ তারিখে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। তপশিলি ৫, ওবিসি ৩, বিশেষভাবে সক্ষমরা ১০ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন।
আবেদনের ফি
আবেদনের ফি লাগবে ১০০ টাকা। মহিলা, তপশিলি ও বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে কোনও ফি লাগবে না।
আবেদনের পদ্ধতি
আবেদন করতে হবে এই ওয়েবসাইটে www.rrcer.com-এর মাধ্যমে।
আবেদনের সময়
আবেদন প্রক্রিয়া চলবে ১১ এপ্রিল থেকে ১০ মে ২০২২ পর্যন্ত।
আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটটি দেখুন, www.rrcer.com


Skip to content