রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল-সহ ইঞ্জিনিয়ারিং-এর বিভিন্ন শাখায় ৫৪ জন ট্রেনি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নেবে দামোদর ভ্যালি করপোরেশন। প্রার্থীকে অবশ্যই গেট-২০২২ পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে।
বিজ্ঞপ্তি নং
বিজ্ঞপ্তি নং: PLR/GET2022/01
শূন্যপদ
মেকানিক্যাল
পোস্ট নম্বর 2022/01
২২টি (সাধারণ ৯, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২,ও বিসি ৬, আর্থিক ভাবে অনগ্রসর ২)।
শিক্ষাগত যোগ্যতা
মেকানিক্যাল বা পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই বা বি.টেক।
ইলেকট্রিক্যাল
পোস্ট নম্বর 2022/02
২২টি (সাধারণ ৯, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৫, আর্থিক ভাবে অনগ্রসর ২)।
শিক্ষাগত যোগ্যতা
ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই বা বি.টেক।
সিভিল
পোস্ট নম্বর 2022/03
৫টি (সাধারণ ৩, তপশিলি জাতি ১, ওবিসি ১)
শিক্ষাগত যোগ্যতা
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই বা বি.টেক।
কন্ট্রোল অ্যান্ড ইন্সটুমেন্টেশন
পোস্ট নম্বর 2022/04
৫টি (সাধারণ ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)।
শিক্ষাগত যোগ্যতা
ইনস্টুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল বা ইনস্টুমেন্টেশন বা অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্টুমেন্টেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্টুমেন্টেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই বা বি.টেক।
পরীক্ষার নম্বর
সব ক্ষেত্রেই অন্তত ৬৫% নম্বর পেয়ে থাকতে হবে। তপশিলিদের ক্ষেত্রে ৬০%।
বয়স
নির্দিষ্ট তারিখে ২৯ বছরের মধ্যে হতে হবে।
নিয়মানুসারে দৈহিক প্রতিবন্ধীদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে।
আবেদনের পদ্ধতি
অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে www.dvc.gov.in
বিশেষ দ্রষ্টব্য
এই নিয়োগ সংক্রান্ত বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। ৬ এপ্রিল থেকে আগ্রহীরা ওয়েবসাইটটি দেখুন।


Skip to content