শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অস্থায়ী কর্মীদের ২৬ দিনই কাজের আশ্বাস দিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সংবাদমাধ্যমের মাধ্যমে পরিবহণমন্ত্রী সোমবার আন্দোলনকারীদের এই আশ্বাস দিয়েছেন। স্নেহাশিস জানিয়েছেন, “আমি আশ্বাস দিচ্ছি, মাসে ২৬ দিন কাজ থাকবে। বাকি যা দাবি, আমার পক্ষে যতটা সম্ভব, আমি মেনে নেব।” এমনকি, আন্দোলনকারীদের সঙ্গে পরিবহণমন্ত্রী পুজোর পর আলোচনার আশ্বাসও দিয়েছেন।
আরও পড়ুন:

দাম্পত্যে বাধা একরত্তিকে, গলা টিপে শিশুকে ‘খুন’ সৎ বাবার

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পর্যটকবোঝাই গাড়ি! কুলুতে মৃত সাত পর্যটক, অন্তত ১০ জন আহত

উল্লেখ্য, প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে এই আন্দোলন চলছে। এসবিএসটিসি-র ডিপোতে মাসে ২৬ দিন কাজ, ছুটি-সহ একাধিক দাবি নিয়ে আচমকা সরকারি বাস পরিষেবা বন্ধ করে দেন আন্দোলনরত অস্থায়ী কর্মীরা। হলদিয়া, দুর্গাপুর, বর্ধমান, মেদিনীপুর, দিঘা, রামপুরহাট, সিউড়ি-সহ একাধিক জায়গায় বাস ধর্মঘট শুরু হয়। হঠাৎ করে বাস পরিষেবা বন্ধের জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন পরিবহণমন্ত্রীও। যদিও অস্থায়ী কর্মীরা তাঁদের সিদ্ধান্তে অনড় ছিলেন। তবে মনে করা হচ্ছে পরিবহণমন্ত্রীর আশ্বাসের পর সমস্যা মিটবে। ধর্মঘটের জেরে আর সমস্যায় পড়তে হবে না যাত্রীদের।

Skip to content