
দীপ প্রকাশনের স্টলে ডাকাত। ডাকাত এসেছে, অথচ ডাকাতি হয়নি। বরং সেই ডাকাতকে অনেকেই আদরে, সাদরে বাড়ি নিয়ে যাচ্ছেন। আসলে এ ডাকাত বইয়ের ডাকাত। গল্পের ডাকাত। যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা ‘বাংলার ডাকাত’ বইটি এক সময় খুবই আলোড়ন ফেলেছিল। মাসে মাসে ছাপা হতো ‘শিশুসাথী’তে। পত্রিকায় ছাপা সেই সব গল্প একত্রিত করে বই-আকারে প্রকাশ মাত্র সেকালে খুবই আলোড়ন পড়েছিল। বইটি এতই জনপ্রিয় হয় যে, ডাকাতের গল্প লিখতে আরও কেউ কেউ উৎসাহিত হয়ে ওঠেন। ছোটোদের দু’ একজন বড় লেখক ডাকাতের গল্প লিখতে শুরু করেন।
যোগেন্দ্রনাথের ‘বাংলার ডাকাত’ বইটির শোভন সংস্করণ ‘দীপ প্রকাশন’ থেকে বইমেলায় বেরিয়েছে। এই সংস্করণে দীর্ঘ ভূমিকা ছাড়াও আছে অচেনা ডাকাতের গল্প, স্মৃতিকথা ও দুর্লভ ছবি। বইটির প্রচ্ছদ এঁকেছেন প্রথিতযশা শিল্পী সুব্রত চৌধুরী। পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের আরও দুটি বই দীপ প্রকাশন থেকে এই বইমেলায় বেরিয়েছে। ‘উত্তরবঙ্গ সংবাদ’-এ ধারাবাহিকভাবে প্রকাশিত রচনাগুচ্ছ নিয়ে ‘স্মৃতিবিস্মৃতি’ ও কৌতূহল জাগানো আরও একটি বই, সেটি ‘ঠাকুরবাড়ির সত্যকথন’।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১০: মানুষের পাশে, মানুষের কাছে

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-১৯: আপনামাঝে শক্তি ধরো নিজেরে করো জয়
এই বইমেলায় প্রকাশিত পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের দশটি বইয়ের মধ্যে বাকি সাতটিও কম উল্লেখযোগ্য নয়। বিশেষভাবে উল্লেখযোগ্য ‘সত্যজিৎ ও রায় পরিবারের শিশুসাহিত্যচর্চা’। শিশুসাহিত্যচর্চায় রায় পরিবারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। উপেন্দ্রকিশোর, সুকুমার, সত্যজিৎ ও লীলা মজুমদারের কাল পেরিয়ে আজও ‘সন্দেশ’ পত্রিকা প্রকাশিত হচ্ছে। পরিবারের অনেকেই এখনও লিখছেন। আমরা রায় পরিবারের সাহিত্যচর্চা বলতে যাঁদের কথা বলে থাকি, তার বাইরেও অনেকে আছেন। সবাইকে নিয়ে পার্থজিৎ গঙ্গোপাধ্যায় চমৎকার আলোচনা করেছেন এই বইতে। মলাট এঁকেছেন দেবব্রত ঘোষ। বেরিয়েছে ‘পুনশ্চ’ থেকে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০২: অন্ধকারে কে?

আকাশ এখনও মেঘলা/৪
ছোটদের সাহিত্য ও ছোটদের লেখকদের নিয়ে বেরিয়েছে পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি মূল্যবান বই। বৃহদায়তনের সে বই প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের শিশু-কিশোর আকাদেমি। বইটির নাম : ‘কতক লেখক শতক লেখক’। এটি দ্বিতীয় খণ্ড। ওই নামেই একটি বই বছর দুয়েক আগে বেরিয়েছিল শিশু কিশোর আকাদেমি থেকে সেই ‘কতক লেখক শতক লেখক’। দ্বিতীয় খণ্ড এই বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটি পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ মন্ডপে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৮৭: সুন্দরবনের পাখি — ফিঙে

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৯: বেশি ঘুম শরীরের পক্ষে ভালো?
শিশু-কিশোর আকাদেমি থেকে আরও একটি বই বেরিয়েছে এবারের বইমেলায়। সেটি ‘হারানো দিনের উজ্জ্বল গল্পমালা’। বইটি বেরিয়েছে পার্থজিৎ গঙ্গোপাধ্যায় ও অশোককুমার মিত্রের সম্পাদনায়। পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোটদের দুটি গল্প সংকলন প্রকাশিত হয়েছে। ‘পরম্পরা’ থেকে বেরিয়েছে ‘নয় ভূত’ ও বরাহনগর দর্পণ থেকে ‘হালুম’। এছাড়াও পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় বেরিয়েছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ‘সরস গল্প’, ‘সাহিত্যলোক’ থেকে। আছে আরও একটি বই, প্রমদাচরণ সেনের ‘ভীমের কপাল’ বাংলা ভাষায় লেখা ছোটদের প্রথম উপন্যাস, হারানো সেই বইটি বেরিয়েছে পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের সুসম্পাদনায়, ‘পত্র ভারতী’ থেকে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১০১: অর্জুন প্রমাণ করলেন, রাজধর্ম পালনের ক্ষেত্রে মিথ্যাচারের কোনও স্থান নেই

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৪: ‘…জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়’, লরেন্স ও ফ্রিডা/২
বইমেলায় রাশি রাশি বইয়ের মাঝে ইতস্তত নজরে পড়বে পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের বই উঁকি মারছে। দীপ প্রকাশন থেকে প্রকাশিত ‘ঠাকুরবাড়ির সত্যকথন’-এর সব লেখাই ‘সময় আপডেটস’-এ ‘গল্পকথায় ঠাকুরবাড়ি’ শিরোনামে প্রকাশিত হয়েছে। শেষ ত্রিশটি লেখা নিয়ে এই বইটি বেরিয়েছে। আজ মেলার শেষ দিন। বইয়ের জন্য কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ ভিড় করবে।