ছবি: প্রতীকী। সংগৃহীত।
২০২১ সালের এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, সারা পৃথিবীতে ২০ থেকে ৭৯ বছর বয়স্ক মানুষের মধ্যে প্রায় সাড়ে ১০ শতাংশ মানুষ টাইপ-টু ডায়াবিটিসে ভুগেছেন। সংখ্যাতত্ত্ব অনুযায়ী ধারণা করা হচ্ছে, ২০৪৫ সালের মধ্যে সারা পৃথিবীতে প্রায় ৭৮ কোটির বেশি মানুষ ডায়াবিটিসে আক্রান্ত হবেন। অর্থাৎ এই বয়সের মানুষের মধ্যে প্রতি ৮ জনে একজন মানুষ ডায়াবিটিক বা মধুমেহী বলে চিহ্নিত হবেন। ভরতের ক্ষেত্রে ২০১৯ সালে প্রায় ৮ কোটি মানুষের ডায়াবিটিস ছিল। মনে করা হচ্ছে, ২০৪৫ সালে সেই সংখ্যাটি দাঁড়াবে প্রায় সাড়ে ১৩ কোটিতে। সুতরাং এই ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা দেখে সারা বিশ্বের বিজ্ঞানীকুল আতঙ্কিত। আরও আতঙ্কিত হওয়ার বিষয় এই যে, ২০১৯ এর পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে বছরে প্রায় ১৫ লক্ষ মানুষের মৃত্যু এই ডায়াবিটিস (মধুমেহ) এবং তার কম্প্লিকেশান বা উপদ্রব থেকে হয়েছে। এও বলা হয়েছে, যুবা থেকে ৭০ বছর বয়স্ক যত মানুষের মানুষের মৃত্যু হয়, তাদের মধ্যে শতকরা ৪৮ ভাগের মৃত্যু ডায়াবিটিস বা তার জটিলতার কারণ থেকেই হয় ।
এহেন মারাত্মক রোগকে পৃথিবী তথা ভারত থেকে দূর করবার উপায় খোঁজা অবসম্ভাবী। এই ডায়াবিটিস সাধারণত দু’ প্রকার। যেমন টাইপ-১ ডাইবেটিস, যেখানে দীর্ঘস্থায়ী ভাবে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় ভীষণই অল্প অথবা একেবারেই ইনসুলিন নামক উৎসেচক তৈরি করে না। একে জুভেনাইল ডায়াবিটিসও বলে। এই সমস্যা সাধারণত শারীরবৃত্তীয় প্রকৃতির আজন্মজাত একটি ‘ইমিউন সিস্টেম’ এর অকার্যকারিতা।
পরিণতি হিসেবে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, বৃক্কগত রোগ, স্নায়ু রোগ, যকৃত রোগ, অস্থি সন্ধিগত রোগ, চোখের রেটিনার রোগ ইত্যাদি নানান ভয়ংকর রোগের সূচনা করে। পরবর্তীকালে মৃত্যু পর্যন্ত ও ঘটিয়ে থাকে। নিউরাইটিস, আর্থারাইটিস, কার্ডিওপ্যাথি, রেটিনোপ্যাথি, হেপাটিক ডিজিস ইত্যাদি অনেক ধরনের রোগকে নিয়ে আসে। যার পরিণতিতে মৃত্যু পর্যন্ত হয়। ডায়াবিটিক ফুড আলসারের মতো উপদ্রবে অঙ্গহানিও ঘটে থাকে।
বিধানে বেদ-আয়ুর্বেদ: কৃমির সমস্যায় জেরবার? সমস্যা থেকে মুক্তি পাবেন কী ভাবে? আয়ুর্বেদে রয়েছে প্রতিকার
মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-২: ভারতের স্থাপত্যশৈলীতে ভিতরকুঠি টেরাকোটা শিব মন্দিরের অবদান অপরিসীম
অমর শিল্পী তুমি, পর্ব-২: কাজের আশায়, তারকা অশোককুমারের গাড়িতে নয়, লোকাল ট্রেনে-বাসে ঘুরে বেড়াতেন কিশোর
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯: সুন্দরবনের লুপ্ত নদী আদিগঙ্গা
প্রাক মধুমেহী রোগীদের সম্বন্ধে আয়ুর্বেদ কী বলছে?
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৯: তা বলে কি প্রেম দেব না!
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬: গার্হস্থ্য জীবনের প্রারম্ভে ভৈরবী ব্রাহ্মণীর আগমন
কী কী করবেন, কী কী করবেন না?
অপথ্য