শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


শাড়ি পরে পায়ে ফুটবল! পাড়ার অলি-গলিতে বা মাঠে ফুটবল যে আর শুধু ছেলেদের খেলার জিনিস নয়, তা আবারও এক বার প্রমাণ করলেন এক দল মহিলা। ঘটনাটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের।
দলের সবারই পরনে ছিল শাড়ি। খেলায় অংশগ্রহণকারী মহিলাদের বয়স ছিল ২০ থেকে ৭২ বছরের মধ্যে। শাড়ির আঁচল কোমরে গুঁজে একে গোল করছেন তাঁরা। টুর্নামেন্টের নামও বেশ অভিনব ‘গোল ইন শাড়ি’। গোয়ালিয়র পৌরসভা এবং এক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টটি আয়োজন করেছিল। সম্প্রতি সেই টুর্নামেন্টের ভিডিয়োই এখন সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৩: সারাদিন যত পারেন জল খান! এতে শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে না তো? কী করে বুঝবেন?

আইটেম গান ‘উ অন্তভা’ নিয়ে সামান্থার পরিবারের ঘোর আপত্তি ছিল, কিন্তু কেন?

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একদল মহিলা খেলোয়াড় নানান রংঙের শাড়ি পরে বল পায়ে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। এখনেই শেষ নয়, তাঁরা বিপক্ষ দলের সদস্যদের পা থেকে বলও হেলায় ছিনিয়ে নিচ্ছেন! প্রতিটি ম্যাচে স্টেডিয়ামেও মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Skip to content