শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ভারতীয় সেনাবাহিনীর মহড়ার সময় ভুলবশত তিনটি ক্ষেপণাস্ত্র করে ছোড়া হল। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়সলমেরে। সেনাসূত্রে খবর, শুক্রবার পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে মহড়া চলাকালীন ঘটনাটি ঘটে। প্রযুক্তিগত ত্রুটির জন্য ‘ভুলবশত’ তিনটি সারফেস-টু-এয়ার মিসাইল নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলির পাল্লা ছিল ১০ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে।
তিনটি ক্ষেপণাস্ত্রই পাল্লার বাইরে গিয়ে বিভিন্ন গ্রামের ক্ষেতে গিয়ে পড়ে। বিকট শব্দে বিস্ফোরণও হয়। এই ঘটনায় হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। নাচনার ডিএসপি কৈলাশ বিষ্ণোই এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আরও পড়ুন:

অমিতাভের পর অক্ষয়, অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে চোট পেলেন খিলাড়ি, হাঁটুতে বসল ব্রেস

শীতে হেঁচে হেঁচে কুল পাচ্ছেন না? ঘরোয়া উপায়ে হাঁচি থামাবেন কী ভাবে?

কৈলাশ বিষ্ণোই জানিয়েছেন, একটি ক্ষেপণাস্ত্র পাওয়া গিয়েছে আজাসার গ্রামের একটি ক্ষেতে। দ্বিতীয়টি অন্য একটি ক্ষেতে পাওয়া গিয়েছে। ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের ফলে ক্ষেত বড় বড় গর্ত তৈরি হয়েছে। সেনা সূত্রে খবর, দু’টি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে তৃতীয়টির সন্ধান এখনও পাওয়া যায়নি। তৃতীয় ক্ষেপণাস্ত্রটির খোঁজ চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী।
আরও পড়ুন:

ডায়াবিটিস বাগে আনতে কোন প্রোটিন খেতেই হবে, আর কী কী এড়াতেই হবে?

‘পুষ্পা’ তাঁকে দিয়েছে জাতীয় পরিচিতি, এবার ‘স্বামী স্বামী’ গানেই আর ভালো লাগছে না রশ্মিকার! কেন?

এ প্রসঙ্গে প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অমিতাভ শর্মা জানিয়েছেন, সেনাবাহিনীর বিশেষজ্ঞরা ১০ থেকে ২৫ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলি পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু মহড়ার সময় প্রযুক্তিগত ত্রুটির জন্য ‘ভুলবশত’ ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়ে যায়। লেফটেন্যান্ট কর্নেল অমিতাভ শর্মা এও জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Skip to content