শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


আগুন লেগে পুড়ে মৃত্যু হল ৮ টি বিড়াল এবং একটি কুকুরের। নাকতলা রোডের একটি ফ্ল্যাটে আগুন লেগে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের দাবি, ওই কুকুর ও বিড়ালগুলি খাঁচাবন্দি অবস্থায় রাখা ছিল। বন্ধ ফ্ল্যাটে আগুন লেগে যাওয়ায় পুড়ে মৃত্যু হয় প্রাণীগুলির। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। আগুন লাগে যায় নেতাজিনগর থানার ৩৫বি নাকতলা রোডের একটি চার তলা আবাসনের এক তলার বন্ধ ফ্ল্যাটে। ফ্ল্যাটটিতে কয়েকটি বিড়াল এবং কুকুর খাঁচাবন্দি অবস্থায় ছিল। আহুন লেগে যাওয়ায় তারা পুড়ে মারা যায়। টালিগঞ্জের দমকল বাহিনী অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। রবিবার ভোর ৫টা নাগাদ আগুন আয়ত্তে আসে। পুলিশ জানিয়েছে, এ নিয়ে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে। এও জানা গিয়েছে, ঘটনাস্থলে ফরেন্সিক দলেরও যাওয়ার কথা।
আরও পড়ুন:

হুঁশ থাকে না মদ্যপানের পর? দোলের পার্টির পর ‘হ্যাংওভার’ এড়াতে কী কী খাবেন?

পঞ্চমে মেলোডি, পর্ব-১: শচীন ও মীরা দেব বর্মনের ঘর আলো করে এল এক ‘দেব শিশু’

পুলিশ সূত্রে এও জানা গিয়েছে, যাদবপুরের সাউথ সিটিতে থাকেন ফ্ল্যাটটির মালিক। প্রতিদিন ফ্ল্যাটে তিনি পোষ্যগুলিকে খাওয়াতে আসতেন। স্থানীদের কথায়, ফ্ল্যাটটির মালিক দুর্গন্ধ এড়াতে প্রতিদিন ধূপকাঠি জ্বালাতেন। আবাসনের বাসিন্দারা অবলা প্রাণীগুলির মৃত্যুর কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, সেই ধূপকাঠি থেকেই হয়তো আগুন লেগেছে। পুরো বিষয়টি পুলশ তদন্ত করে দেখছে।

Skip to content