রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


মিমি ও আবির।

এই প্রথম পুজোয় ছবি নিয়ে আসছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটি। এই বছর পুজোর ছবির ‘লড়াই’তে আমরা দেখতে পাবো মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়কে।
এর আগে নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘পোস্ত’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল মিমিকে। এই ছবির হিন্দি রিমেকেও মিমি আছেন। যদিও হিন্দি সংস্করণ এখনও মুক্তি পায়নি। অন্যদিকে পরিচালকদ্বয়ের নিজস্ব প্রযোজনা সংস্থার ছবিতে দর্শক আবিরকে দেখেছেন। মে মাসে মুক্তি পেতে চলেছে ছবি ‘ফাটাফাটি’। সেই ছবিতেও ঋতাভরীর বিপরীতে আবিরকে দেখা যাবে।
আরও পড়ুন:

হাত বাড়ালেই বনৌষধি: হাঁপানির সমস্যা থেকে ক্যানসার সব রোগের দাওয়াই হলুদ

জ্যোতির্লিঙ্গ যাত্রাপথে: পর্ব-৪: কাশীর পথে-ঘাটে

সাধারণত গরমের ছুটিতেই প্রতিবছর ছবি নিয়ে আসেন নন্দিতা-শিবপ্রসাদ। ছক ভেঙে পুজোর ভিড়ে কেন ছবি নিয়ে আসার সিদ্ধান্ত নিলেন তাঁরা? শিবপ্রসাদের কথায়, আসলে এই ছবির সঙ্গে দুর্গাপুজোর একটা গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। তাই পুজোকে বাদ দিয়ে এই ছবির মুক্তি ভাবতে পারা যাবে না। আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে শুটিং। এই ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। কলকাতা ছাড়াও ছবির শুটিং হবে বোলপুর, বানতলা এবং ধূলাগড়ে।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: তোমরা কি জানো cakewalk বা icing on the cake —এই idiom গুলোর মানে কি?

শিশুদের ঝুলে থাকলে উচ্চতা বাড়ে? এই ধারণা কি আদৌ ঠিক?

নন্দিতা-শিবপ্রসাদের বেশ কিছু ছবি বাস্তব ঘটনার প্রেক্ষিতে তৈরি। এই ছবিটিও একই রকম। পরিচালক জানান, ‘‘ঘটনাটি এমন যে এক সময় সারা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছিল।’’ তবে ছবিতে আবির এবং মিমির সম্পর্ক নিয়েও তিনি কিছুই জানাননি।

Skip to content