মাধুরী দীক্ষিত।
মাধুরী দীক্ষিতের মতো রূপ সবকালের সব মেয়েদেরই স্বপ্ন। এখনও অনেক মেয়েই তাঁর মতো হতে চান। কিন্তু ও রকম রেশম ঘন চুল চাইলেই যে সকলের হয় না। এ দিকে তাঁর ৫০ বছর হয়ে গেলেও ৩০-এর মতো দেখায় অভিনেত্রীকে।
তবে জেনে নেওয়া যাক মাধুরীর রূপের রহস্য। কী মেখে এমন সুন্দর কালো চুল রেখেছেন তিনি? ঘরেই এক রকম তেল বানিয়ে নেন নায়িকা। সে কথা একটি ভিডিয়োয় নিজেই স্বীকার করেছেন তিনি। কী ভাবে বানাবেন সেই তেল? শিখিয়ে দিয়েছেন নিজেই। এতে শুধু ঘরোয়া কিছু উপকরণ প্রয়োজন।
আরও পড়ুন:
টুথ পেস্ট দিয়ে কেবল দাঁতই মাজেন? এই মাজন কিন্তু সংসারের আরও অনেক কাজ লাগতে পারে
হেলদি ডায়েট: গাল জুড়ে এক রাশ ব্রণ? সমাধান লুকিয়ে আছে এ সবের মধ্যে, কী ভাবে কাজে লাগাবেন ঘরোয়া টোটকা?
কী কী উপকরণ লাগবে?
আরও পড়ুন:
বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-৪: সত্তরের হীরের টুকরো
স্বাদে-গন্ধে: রোজকার খাবার একঘেয়ে হয়ে গিয়েছে? বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু পালং পনির
কী করে বানাবেন এই তেল?
খুবই সহজেই এই তেল বানিয়ে নিতে পারবেন আপনারা। প্রথমে একটি পাত্রে সব উপকরণ ঢেলে নিয়ে তা ফোটাতে থাকুন। ভালো ভাবে তেল ফুটে উঠলে কিছুক্ষণ মিশ্রণটি ঠান্ডা করে নিন। তার পরে তা ছেঁকে নিয়ে একটি বোতলে ভরে রেখে দিন। স্নানের আগে ভালো ভাবে এই তেল চুলে মেখে নেবেন। ব্যাস, এতেই হবে।