ছবি প্রতীকী
দেখা দিয়েছে বড়সড় প্রযুক্তিগত ত্রুটি। তার জেরে আমেরিকা জুড়ে ব্যাপক ভাবে বিঘ্নিত হয়েছে বিমান পরিষেবা। এনবিসি নিউজ আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর এক সূত্রকে উদ্ধৃত করে এই সংবাদ জানিয়েছে।
এনবিসি নিউজ তার প্রতিবেদনে উল্লেখ করেছে, ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশ থেকে বিমানের পাইলট এবং বিমানকর্মীদের প্রযুক্তিগত এই ত্রুটি নিয়ে জরুরি বার্তা দেওয়া হয়েছে।
এ নিয়ে এফএএ একটি টুইটও করেছে। সেই টুইটে এফএএ জানিয়েছে, “এফএএ যুদ্ধকালীন তৎপরতায় বিমান পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করছে। বড়সড় প্রযুক্তিগত ত্রুটির জন্য সারা দেশে বিমান পরিষেবা ব্যাপক ভাবে বিঘ্নিত হয়েছে। কাজের অগ্রগতি নিয়ে প্রতি মুহূর্তে খবর জানিয়ে দেওয়া হবে।”
এ নিয়ে এফএএ একটি টুইটও করেছে। সেই টুইটে এফএএ জানিয়েছে, “এফএএ যুদ্ধকালীন তৎপরতায় বিমান পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করছে। বড়সড় প্রযুক্তিগত ত্রুটির জন্য সারা দেশে বিমান পরিষেবা ব্যাপক ভাবে বিঘ্নিত হয়েছে। কাজের অগ্রগতি নিয়ে প্রতি মুহূর্তে খবর জানিয়ে দেওয়া হবে।”
We are following reports of a problem with the NOTAM system that might affect flights in the US. Live map at https://t.co/1hk0cAeBPB pic.twitter.com/YlF5I0Ga0t
— Flightradar24 (@flightradar24) January 11, 2023
আরও পড়ুন:
ডায়েট ফটাফট: সানস্ক্রিন মাখবেন তো বটেই, এবার খেয়েও দেখুন—সিঙ্গল ইনভেস্টমেন্টে ডবল প্রফিট!
ইংলিশ টিংলিশ: মাধ্যমিক পরীক্ষার্থীরা সহজে শিখে নাও Transformation of Sentences by changing the DEGREES of Adjectives
অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে কয়েকশো বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারণে। যদিও ঠিক কী কারণে এই ত্রুটি দেখা দিয়েছে তা নিয়ে পরিষ্কার করে কিছু এফএএ জানায়নি। কত ক্ষণেই বা সমস্যা মিটবে, সে বিষয়েও এফএএ কোনও বার্তা দেয়নি।
The FAA is working to restore its Notice to Air Missions System. We are performing final validation checks and reloading the system now.
Operations across the National Airspace System are affected.
We will provide frequent updates as we make progress.
— The FAA ✈️ (@FAANews) January 11, 2023
আরও পড়ুন:
দশভুজা: দেবীপক্ষের প্রাককালে তিনিই তো দুর্গা…
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৭: পুরীতে বাড়ি— রবীন্দ্রনাথের, গগনেন্দ্রনাথ-অবনীন্দ্রনাথের
এনবিসি নিউজ-এর দাবি, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে কমবেশি প্রায় ৭৬০টি বিমান আজ সকাল থেকে বেশ দেরিতে চলছিল। দেশের একাধিক বিমানবন্দরে বিমান দেরিতে ওঠানামা করছিল। এর পরই আচমকা আমেরিকা জুড়ে বিমানবন্দরগুলিতে ঘোষণা করে দেওয়া হয়, বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রযুক্তিগত বড় ত্রুটি দেখা দিয়েছে। তাই সব বিমানকে দ্রুত নামিয়ে আনার বার্তা দেওয়া হয়।