হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য সংস্থাটি প্রায়শই কিছু না কিছু নিত্য-নতুন ফিচার নিয়ে আসে। এর জন্য চলতে থাকে নানান পরীক্ষা-নিরীক্ষা। এবার শোনা যাচ্ছে, ২০২৩ সালেই হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য ৫টি আকর্ষণীয় ফিচার আনছে সংস্থাটি।
২০২৩ সালে হোয়াটস অ্যাপে কী কী ফিচার আসতে চলেছে?
আনসেন্ড
● আনসেন্ড অপশনের সুবিধা ব্যবহারকারীরা মেসেঞ্জারে পাচ্ছেন। কিন্তু হোয়াটসঅ্যাপে এই পরিষেবা এখনও চালু হয়নি। এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের একটাই অপশন ডিলিট করে দেওয়া। কিন্তু এর সমস্যা হল মেসেজ পাঠিয়ে ডিলিট করার পর বোঝা যায় যে যিনি মেসেজ পাঠিয়েছিলেন তিনি ডিলিট করে দিয়েছেন। আনসেন্ড ফিচারে এই সমস্যা থাকবে না।