রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য সংস্থাটি প্রায়শই কিছু না কিছু নিত্য-নতুন ফিচার নিয়ে আসে। এর জন্য চলতে থাকে নানান পরীক্ষা-নিরীক্ষা। এবার শোনা যাচ্ছে, ২০২৩ সালেই হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য ৫টি আকর্ষণীয় ফিচার আনছে সংস্থাটি।
 

২০২৩ সালে হোয়াটস অ্যাপে কী কী ফিচার আসতে চলেছে?

 

আনসেন্ড

আনসেন্ড অপশনের সুবিধা ব্যবহারকারীরা মেসেঞ্জারে পাচ্ছেন। কিন্তু হোয়াটসঅ্যাপে এই পরিষেবা এখনও চালু হয়নি। এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের একটাই অপশন ডিলিট করে দেওয়া। কিন্তু এর সমস্যা হল মেসেজ পাঠিয়ে ডিলিট করার পর বোঝা যায় যে যিনি মেসেজ পাঠিয়েছিলেন তিনি ডিলিট করে দিয়েছেন। আনসেন্ড ফিচারে এই সমস্যা থাকবে না।

 

এডিট মেসেজ

এই সমস্যা অনেকেরই হয়। ভুল করে অনেকের কাছে মেসেজ চলে যায়। আবার হয় তো মেসেজ পাঠানোর আপনার মনে হয়, আসলে বিষয়টিই উল্লেখ করেননি। চিন্তা নেই, এডিট মেসেজ-এ সমাধান রয়েছে। আপনি এই ফচারের মাধ্যমে আপনার পাঠানো মেসেজ এডিট করতে পারেবন।

আরও পড়ুন:

বছর শেষে স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আমাজন দিচ্ছে আকর্ষণীয় অফার, জেনে নিন খুঁটিনাটি

চমকের পর চমক, এ বার হোয়াটসঅ্যাপেই পাবেন এলআইসি-র যাবতীয় তথ্য! কীভাবে? জেনে নিন সহজ উপায়

 

শিডিউলিং মেসেজ

হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে শিডিউল করার সুবিধা। এর অর্থ হল, আপনি ধরুন রাত ঠিক ১১টাতে কাউকে মেসেজ পাঠানোর কথা ভেবেছেন। এই ফিচারের সুবিধা হল আগেভাগেই নির্দিষ্ট ভাবে শিডিউল করে রাখতে পারবেন কাকে ঠিক কখন মেসেজ পাঠাবেন।

আরও পড়ুন:

দীর্ঘদিন ধরে গুগল পে থেকে ভালো ক্যাশব্যাক পাচ্ছেন না? মুশকিল আসানে রইল টিপস

বাইরে দূরে: বাংলা: ‘পথে পথেই দেশ…’

 

কল রেকর্ডিং

এখনকার দিনে কল রেকর্ডিং একটি কাজের ফিচার। আশা করা যাচ্ছে২০২৩ সাল থেকেই সাধারণ স্মারতফোনের মতো হোয়াটসঅ্যাপ কলও রেকর্ড করা যাবে। যদিও কল রেকর্ড করা বাধ্যতামূলক নয়, ব্যবহারকারী চাইলে কল রেকর্ড করতে বা না করতেও পারবেন।

আরও পড়ুন:

খাই খাই: জিলিপি খেতে ভালোবাসেন? তাহলে আর দেরি কেন? ঝটপট বানিয়ে ফেলুন গরম গরম আনারসের জিলিপি

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৩৪: বাংলার শুঁটকি মাছের চাহিদা সর্বত্র, এখনকার বিশেষভাবে প্রস্তুত শুঁটকি অনেক বেশি নিরাপদ ও পুষ্টিগুণে ভরা

 

ভ্যানিশ মোড

ভ্যানিশ মোড মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে একটি পরিচিত ফিচার। ফিচার সম্পর্কে সবার জানা। ভ্যানিশ মোড-এর সব থেকে বড় সুবিধা হল, গোপন আলোচনা এবং তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে এটি খুবই কাজের। আগামীবছর ভ্যানিশ মোড হোয়াটসঅ্যাপেও পাবেন ব্যবহারকারীরা।


Skip to content