বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


মাত্র ৪ মাসের ব্যবধানে ফের চিনা গুপ্তচর জাহাজ ‘উয়ান ওয়াং-৫’ ভারত মহাসাগরে হাজির। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র অনুযায়ী, নরওয়ের ‘মেরিটাইম অপটিমা’ থেকে সংগৃহীত তথ্য মোতাবেক, ওই চিনা গুপ্তচর জাহাজ গত ৫ ডিসেম্বর ভারত মহাসাগরীয় এলাকায় ঢুকেছে।
গত সোমবার ‘উয়ান ওয়াং-৫’-এর উপস্থিতি নজরে আসে অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপকূলের সাহুল ব্যাঙ্ক অঞ্চলে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ‘উয়ান ওয়াং-৫’ দক্ষিণ চিন সাগরের হেনান দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে। সেখানকার চিনা নৌঘাঁটিতেই রয়েছে পরমাণু অস্ত্র এবং ডুবোজাহাজ বহর।
আরও পড়ুন:

স্ট্রোকের ঝুঁকি বাড়ছে কমবয়সিদের মধ্যে! কোন পাঁচ উপসর্গ দিতে পারে স্ট্রোকের ইঙ্গিত?

হোমিওপ্যাথি: অর্শে কষ্ট পাচ্ছেন? রেহাই পেতে জেনে নিন কী করবেন, কী করবেন না

ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও) ডিসেম্বরেই ওড়িশার উপকূলে দূরপাল্লার অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে বলে খবর। এই তথ্য জানতে পেরে অত্যন্ত উদ্বিগ্ন বেজিং। সেই ক্ষেপণাস্ত্রের পাল্লা কতটা, মারণক্ষমতা কেমন, নিশানায় কতটা দক্ষ প্রভৃতি খুঁটিনাটি জানতে গুপ্তচর জাহাজ নামিয়েছে চিন। এমনটাই মনে করছে প্রতিরক্ষা মন্ত্রক। এই একই উদ্দেশে শ্রীলঙ্কার হাম্বনটোটা বন্দরে মাস তিনেক আগে নোঙর করেছিল চিনের আরেকটি একটি সম গোত্রীয় গুপ্তচর জাহাজ। প্রায় ২৩ হাজার টন ওজনের ‘উয়ান ওয়াং-৫’-এ উপগ্রহ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে নজরদারি চালাতে উচ্ছ প্রযুক্তির সেন্সর রয়েছে। এই নজরদারি গুপ্তচর জাহাজ ভারতের নিরাপত্তায় সমস্যা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

ছোটদের যত্নে: আপনার সন্তান কি প্রায়ই কাঁদে? শিশুর কান্না থামানোর সহজ উপায় বলে দিচ্ছেন ডাক্তারবাবু

সেদিনের কোম্পানি বাগানই আজকের বোটানিক্যাল গার্ডেন

গত অগস্টে ভারতের আপত্তি উড়িয়ে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর ভিড়েছিল ‘উয়ান ওয়াং-৫’। এ নিয়ে নয়াদিল্লি কলম্বোকে ‘সতর্ক’ও করেছিল। জানা গিয়েছে, এই চিনা গুপ্তচর জাহাজ ৭৫০ কিলোমিটার এলাকার মধ্যে ক্ষেপণাস্ত্র এবং পরমাণু বিষয়ক গবেষণার তথ্য অনায়াসে সংগ্রহ করতে পারে। প্রতিরক্ষা মন্ত্রক মনে করছে, সে সময় তামিলনাডুর কালপক্কম, কুডানকুলাম-সহ ভারতের একাধিক পরমাণু গবেষণা কেন্দ্রে নজরদারি চালাতে পারে ‘উয়ান ওয়াং-৫’ শ্রীলঙ্কা উপকূল থেকে এসেছিল।

Skip to content