শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

বছর শেষে স্মার্টফোনটা কেনার পরিকল্পনা করছেন? ফোর-জি ফোনের বদলে ফাইভ-জি ফোন পছন্দ? তাহলে একবার আমাজনের ওয়েবসাইট ঢুঁ মারুন। চলছে ‘আপগ্রেড ডে’জ অফার। বিভিন্ন ব্র্যান্ডের হরেক রকম স্মার্টফোনের উপর দুর্দান্ত অফার চলছে। নো কস্ট ইএমআই-এর সুবিধাও পাওয়া যাবে। পাশাপাশি ব্যাংকের ক্রেডিট কার্ডেও কেনাকাটা করা যাবে, পাওয়া যাবে অতিরিক্ত ছাড়। অফার চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।
অফারে শাওমি, রিয়েলমি, টেকনো, লাভা, অপ্পো, আইকু-সহ একাধিক ব্র্যান্ডের হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে। ৫ হাজার টাকার কেনাকাটায় ১০ শতাংশ এবং সর্বাধিক এক হাজার টাকা ছাড় পাওয়া যাবে। তবে শুধু এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডে এই ছাড় মিলবে। ফেডেরাল ব্যাংকের ক্রেডিট কার্ডেও ছাড় মিলবে। সেক্ষেত্রে ৫ হাজার টাকার বেশি কেনাকাটায় সর্বোচ্চ ১২৫০ টাকা ছাড় মিলবে। এই অফার ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।
আরও পড়ুন:

ক্রীড়া প্রশাসনে ইতিহাস! ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রথম মহিলা সভাপতি হলেন ক্রীড়াবিদ পিটি ঊষা

দেখব এবার জগৎটাকে, পর্ব-৮: তিন-চার ফুট সামনে, মাথার ওপরে গাছে কুণ্ডলী পাকিয়ে ঝুলছে দু-তিনটি পিট-ভাইপার

 

একঝলকে দেখে নিন কোন স্মার্টফোনের কত দাম?

রিয়েলমি নারজো ৫০আই— ৫ হাজার ৪৯৯ টাকা
রিয়েলমি নারজো ৫০এ প্রাইম— ৮ হাজার ৯৯৯ টাকা
টেকনো পপ সিক্স প্রো— ৫ হাজার ৫৭৯ টাকা
টেকনো স্পার্ক নাইন— ৭ হাজার ৬৪৯ টাকা
টেকনো পোভা ফাইভ জি— ১৪ হাজার ২৯৯ টাকা
টেকনো ক্যামন ১৯— ১৬ হাজার ৯৯৯ টাকা
লাভা ব্লেজ এনক্সটি— ৮ হাজার ৩৬৯ টাকা
লাভা জেড৩— ৬ হাজার ২৯৯ টাকা
রেডমি এ-ওয়ান— ৫ হাজার ৫৭৯ টাকা

আরও পড়ুন:

বিদ্যাসাগর ও বঙ্কিমচন্দ্রের পরে বাংলাভাষার স্বচ্ছন্দ, স্বাভাবিক প্রয়োগ ও বিস্তারে তাঁর অবদান ভোলার নয়/১

খাই খাই: স্বাদ-বাহারে: গরমে স্বাদ বদলাতে ঝটপট তৈরি করে ফেলুন এঁচোড়ের ডাল

রেডমি টেন এ— ৭ হাজার ৪৬৯ টাকা
রেডমি ইলেভন প্রাইম ফাইভ-জি— ১১ হাজার ৯৯৯ টাকা
রেডমি নোট ইলেভন— ১০ হাজার ৯৯৯
আইকু নিও ৬— ২৬ হাজার ৯৯৯ টাকা
আইকু জেড৬ প্রো— ১৯ হাজার ৯৯৯ টাকা
আইকু জেড৬ লাইট— ১২ হাজার ৪৯৯ টাকা
অপ্পো এফ২১এস প্রো ৫জি— ২৪ হাজার ৪৯৯ টাকা
অপ্পো এ৭৬— ১৫ হাজার ৪৯০ টাকা
অপ্পো এ৭৭— ১৬ হাজার ৯৯৯ টাকা

Skip to content