শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আকাশছোঁয়া রান্নার গ্যাসের দাম। গত কয়েক বছরে সিলিন্ডার পিছু খরচ বাড়ায় দুশ্চিন্তা বাড়িয়েছে আমজনতার। কিন্তু আপনি এটা জানেন কি, এলপিজি সিলিন্ডারে ক্যাশব্যাকও পাওয়া যেতে পারে? এর জন্য অবশ্য আপনাকে পেটিএম ব্যবহার করতে হবে। এই ই-ওয়ালেটই এলপিজি সিলিন্ডারে ক্যাশব্যাকের সুযোগ দিচ্ছে।
ভারত গ্যাস, ইন্ডেন ও এইচপি-সব সংস্থার রান্নার গ্যাসেই এই সুযোগ পাওয়া যাবে। এর জন্য আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর। ভারত গ্যাস, ইন্ডেন ও এইচপি- সব সংস্থার রান্নার গ্যাসেই মিলবে এই সুযোগ। আর সেজন্য কেবল আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি ব্যবহার করলেই হবে।
আরও পড়ুন:

খেলতে খেলতে ন’তলা থেকে পড়ে গেল আট বছরের শিশুকন্যা, এসএসকেএমে চিকিৎসাধীন শিশুর অবস্থা আশঙ্কাজনক

মালাইকা মা হতে চলেছেন শুনে রেগে গেলেন অর্জুন! উগরে দিলেন ক্ষোভ

 

কীভাবে ক্যাশব্যাক পাবেন?

পেটিএমের নতুন গ্রাহক হলে গ্যাস বুক করার সময় ফার্স্টট্যাগের কোড ব্যবহার করতে হবে। এতে ১৫ টাকা ছাড় পাওয়া যাবে। অন্যরা গ্যাস বুক করার সময় ওয়ালেট৫০গ্যাস কোড ব্যবহার করলে সর্বোচ্চ ৫০ টাকা করে ছাড় পাবেন।

আরও পড়ুন:

জিমে যাওয়ার সময় নেই? সুস্থ থাকার জন্য হাঁটবেন নাকি দৌড়োবেন?

ইংলিশ টিংলিশ: I talk কিন্তু he talks কেন হয়? সঙ্গে আরও জেনে নাও be এবং have verb-এর সঠিক প্রয়োগ

এ প্রসঙ্গে সংস্থার অফারের নিয়ম অনুযায়ী, পেটিএম-এর সাহায্যে সিলিন্ডার বুক করার সময় পেটিএম ইউপিআই, পেটিএম ওয়ালেট, নেট ব্যাংকিং, ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে। ব্যবহার করা যাবে পেটিএম পোস্টপেডও। সেক্ষেত্রে পরের মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা মেটাতে হবে। এর জন্য ক্রেতাকে কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। এখানেই শেষ নয়, আপনার বুক করা সিলিন্ডারটিকে পেটিএমে-এর মাধ্যমে ট্র্যাকও করতে পারবেন।
আরও পড়ুন:

খাই খাই: বাড়িতেই চিকেন ভর্তা বানাতে চান? জেনে নিন সহজ রেসিপি

দার্জিলিংয়ে নতুন অ্যাডভেঞ্চার! টয় ট্রেন চলবে রাতেও, কবে থেকে?

 

ক্যাশব্যাকের সুবিধা পেতে কীভাবে সিলিন্ডার বুক করবেন?

প্রথমে হোম পেজে যান। সেখানে থেকেরিচার্জ অ্যান্ড বিল পেমেন্টস ক্যাটাগরি থেকে ‘বুক এলপিজি সিলিন্ডার’ অপশনটিকে খুঁজে নিন।
এবার সার্ভিস প্রোভাইডার নির্বাচন করুন।
এর পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিন। মোবাইল নম্বরনা দিতে পারলে ১৭ অঙ্কের এলপিজি আইডি বা গ্রাহক নম্বর দিন।
ব্যাস, আপনার পেমেন্ট হয়ে গেলেই বুকিং হয়ে যাবে।

আরও পড়ুন:

হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানেও এবার পাসওয়ার্ড দেওয়া যাবে! কীভাবে, কবে থেকে?

আদানি গোষ্ঠীর হাতে এনডিটিভি-র রাশ! পরিচালন গোষ্ঠী থেকে ইস্তফা প্রণয় রায়ের, স্ত্রী রাধিকাও ছাড়লেন ডিরেক্টর পদ

এ প্রসঙ্গে সংস্থার এক কর্তা জানিয়েছেন, ”এলপিজি সিলিন্ডারের বুকিং করা গুরুত্বপূর্ণ একটি কাজ। তাই আমাদের সংস্থা অ্যাপের মাধ্যমে সহজে বুকিং করার সুযোগ দিচ্ছে।”

ছবির নাম


Skip to content