বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪


আগামীকাল থেকে আপনাকে আর অফিসে আসতে হবে না! আমেরিকার একটি আসবাব সংস্থা মাঝরাতে এসএমএস এবং ইমেল বার্তা পাঠাল তাদের সব কর্মীদের। সংস্থা বিরুদ্ধে অভিযোগ, কোনও কারণ ছাড়াই তারা অন্তত ২,৭০০ কর্মীকে রাতারাতি ছেঁটে ফেলেছে। আমেরিকার সংবাদমাধ্যম রবিবার এই খবর জানিয়েছে।
‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন বলছে, ওই আসবাব সংস্থার নাম ‘ইউনাইটেড ফার্নিচার ইন্ডাস্ট্রিজ’ (ইউএফআই)। মিসিসিপিতে এর প্রধান দফতর। মাঝরাতে ওই সংস্থাটি তাদের সব ক‌র্মীকে এসএমএস এবং ইমেল পাঠিয়ে লিখেছে, ‘‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি, অপ্রত্যাশিত কিছু ব্যবসায়িক কারণে বোর্ডের ডিরেক্টরের নির্দেশে কর্মীদের অবিলম্বে ছাঁটাই করা হচ্ছে। সংস্থার এই সিদ্ধান্ত চলতি বছরের ২১ নভেম্বর থেকে তা কার্যকর হবে।’’
কর্মীদের পরে আরও একটি ইমেল পাঠিয়েছে ‘ইউনাইটেড ফার্নিচার ইন্ডাস্ট্রিজ’। সেই ইমেলে বলা হয়েছে, ছাঁটাইয়ের সময় কর্মীদের সব সুযোগসুবিধাও বাতিল করা হচ্ছে। থ্যাঙ্কংগিভিংয়ের দু’দিন আগে দিই পর পর ইমেল বার্তায় বিপাকে পড়ছেন কয়েক হাজার কর্মী।
আরও পড়ুন:

বিসলেরি অধিগ্রহণ করতে চলেছে টাটা! কর্ণধারের দাবি, ‘আমার চেয়েও সংস্থার বেশি খেয়াল রাখবে টাটা’

আমাজন আর অনলাইন খাবার ডেলিভারি করবে না, ভারতে বন্ধ হচ্ছে সংস্থার এই পরিষেবা

ইউএফআই মূলত কানাডার একটি সংস্থার জন্য সোফা এবং আরামকেদারা বানায়। একটানা প্রায় ২০ বছর ধরে ব্যবসা করার পর আচমকা সংস্থার তাদের কাজকর্ম বন্ধ করার সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয়, যে সব গাড়িচালক আসবাব ডেলিভারি দিতে বেরিয়েছিলেন, তাঁদেরও ফিরে আসার নির্দেশ দিয়েছে ইউএফআই।
আরও পড়ুন:

ট্রেনের টিকিট ‘কনফার্ম’ না হলে একেবারে বিনামূল্যে বিমানের টিকিট পাবেন যাত্রীরা! কোন অ্যাপে, কীভাবে পাবেন?

ফেসবুক প্রোফাইলে ১ ডিসেম্বর থেকে ব্যবহারকারীদের এই তিনটি তথ্য দেখা যাবে না, কী কী জানেন?

রাতারাতি সংস্থার এই ছাঁটাইয়ের পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আচমকা বেকার হয়ে যাওয়া কর্মীরা। উল্লেখ্য, চলতি বছরের গ্রীষ্মকালে ইউএফআই তাদের সিইও, চিফ ফাইনান্সিয়াল অফিসার এবং সেলসের এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্টকেও রাতারাতি বদলে দিয়েছিল।

Skip to content