কম মনোযোগী শিশু যেমন অতি সক্রিয় হতে পারে, তেমনি আবার অটিস্টিক শিশুও কম মনোযোগী এবং অতি সক্রিয় (হাইপার অ্যাক্টিভ) হতে পারে। আবার কোনও কোনও শিশু শুধু অতিসক্রিয় বা হাইপার অ্যাক্টিভও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত অবস্থার উপসর্গগুলি প্রায় একই রকম অথবা কারও কারও ক্ষেত্রে কম বেশি হয়। তবে এই সমস্ত শিশুদের বাড়িতে চিকিৎসা বা ব্যবস্থাপনা প্রায় একই রকম। … পরামর্শে ডাঃ বি এন রায়, অধ্যাপক, শিশু বিভাগ, কে পি সি মেডিকেল কলেজ।