বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


জাদেজার স্ত্রী রিভাবার সঙ্গে পাটীদার নেতা হার্দিকও প্রার্থী হলেন।

গুজরাতে বিধানসভা ভোটে বিজেপি-র প্রার্থী হলেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা। বৃহস্পতিবার রাজ্যের ১৮২টি বিধানসভা আসনের মধ্যে ১৬০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। মোদী-অমিত শাহের রাজ্যে রিভাবাকে প্রার্থী করা হয়েছে জামনগর উত্তর আসনে।
রিভাবা ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। গত লোকসভা ভোটে জল্পনা থাকলেও তাঁকে প্রার্থী করা হয়নি। অন্যদিকে, লোকসভা ভোটের তিন বছর আগে রবীন্দ্রের বাবা অনিরুদ্ধসিন ও বোন নইনাবা কংগ্রেসে যোগ দিয়েছেন।
আরও পড়ুন:

অকালেই চুল পড়ে যাচ্ছে? কোন তেলে চুল বেশি তাজা হবে?

বৃহস্পতিবার কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু

এদিকে, পাটীদার আন্দোলনের নেতা হার্দিক পটেলকেও বিজেপি প্রার্থী করেছে। তিনি আমদাবাদের বিরামগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল প্রার্থী হয়েছেন আমদাবাদেরই ঘাটলোদিয়া আসন থেকে। বিজেপি এ বার কংগ্রেস-ছুট ৭ বিদায়ী বিধায়ককেও প্রার্থী করেছে।
আরও পড়ুন:

এই চারটি উপায় জানা থাকলে সহজেই সিদ্ধ হবে মটন

হার্ট অ্যাটাক নীরবেও হতে পারে! কোন উপসর্গ দেখে সতর্ক হবেন? জেনে নিন ডাক্তারবাবুর পরামর্শ

বিজেপি এ বার বিদায়ী ৩৮ জন বিধায়ককে টিকিট দেয়নি। বুধবার এবার গুজরাত বিধানসভা ভোটে না লড়ার কথা ঘোষণা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নিতিন পটেল এবং প্রাক্তন মন্ত্রী ভূপেন্দ্র চূড়াসমা।

Skip to content