সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

মঙ্গলবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। দুপুরের পর থেকে এই গ্রহণ শুরু হবে। এই দৃশ্য স্পষ্ট দেখা যাবে সূর্যাস্তের ২ ঘণ্টা আগে থেকে। সূর্যাস্ত পর্যন্ত এই গ্রহণ দেখা যাবে। তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গ্রহণের দৃশ্য না-ও দেখা যেতে পারে। আকাশ মেঘলা থাকলে সূর্য দৃশ্যমান হবে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবারের গ্রহণ খণ্ডগ্রাস হওয়ায় সূর্য পুরোপুরি আড়ালে চলে যাবে না। চাঁদ তার কিছুটা অংশ ঢেকে দেবে। ‘অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া’-র তরফে জানানো হয়েছে, ভারতের উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে খুব স্পষ্ট গ্রহণ দেখা যাবে। সেখান থেকে দৃশ্যমান সূর্যের বেশিরভাগ অং‌শই চাঁদের ছায়ায় ঢাকা পড়ে যাবে।
ভারতীয় সময় অনুযায়ী, গ্রহণ শুরু হবে মঙ্গলবার দুপুর ২টো ২৯ মিনিটে, সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে তা শেষ হবে। অর্থাৎ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ চলবে ৪ ঘণ্টা ৩ মিনিট। কেন্দ্রীয় সরকারি সংস্থা পজিশন্যাল অ্যাস্ট্রোনমি সেন্টার (পিএসি)-এর অধিকর্তা সঞ্জীব সেনের কথায়, বিকেল ৪টা ৫২ মিনিটে কলকাতায় আংশিক গ্রহণ শুরু হবে। সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪ মিনিটে। অর্থাৎ ১২ মিনিট গ্রহণ দেখা যাবে। কিন্তু আকাশে মেঘ থাকলে তা সম্ভব হবে না। দিল্লি এবং মুম্বইয়ে যথাক্রমে ১ ঘণ্টা ১৩ মিনিট এবং ১ ঘণ্টা ১৯ মিনিট গ্রহণ দেখা যাবে।
আরও পড়ুন:

প্রেরণা: আলেকজান্ডার গ্রাহাম বেল—এক বিস্মিত বিশ্বের জনক

ডায়েট টিপস: সামনেই বিয়ে? হাতে আর সময় নেই? রইল হবু কনের এক মাসের ডায়েট চার্ট

আন্দামান নিকোবার এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশ (আইজল, ডিব্রুগড়, ইম্ফল, ইটানগর, কোহিমা, শিবসাগার, শিলচর) ছাড়া সারা ভারতেই এই গ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে তাঁরা সকলকে যথাযথ সাবধানতা অবলম্বন করে গ্রহণ দেখার জন্য আহ্বান জানিয়েছেন। ভারতবর্ষ ছাড়া ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, এশিয়ার পশ্চিম অংশে, অতলান্তিক মহাসাগরের উত্তর ভাগ এবং ভারত মহাসাগরের উত্তর ভাগে এই সূর্যগ্রহণ গ্রহণ দেখা যাবে। পরবর্তী আংশিক সূর্যগ্রহণের তারিখ ২০২৭ সালের ২ অগস্ট।

Skip to content