ছবি প্রতীকী
কী তথ্য এসেছে গবেষণায়?
সমীক্ষা থেকে জানা গিয়েছে, যে সকল দম্পতিরা পরকীয়ায় লিপ্ত, তাঁদের সাংসারিক জীবনের মধ্যে প্রেম অনেকটাই বেশি হয়। অনেকে তো মনে করেন, স্ত্রী বা স্বামীর প্রতি আরও বেশি প্রেম বাড়ে, যদি অন্য কোনও মহিলা বা পুরুষ জীবনে আসে। গবেষকরা বলছেন, বেশিরভাগ মানুষই জীবনে নতুন স্বাদ পেতে চান। বিয়ের অনেক দিন হয়ে গেলে বোরডম চলে আসে। আর ঠিক সেখানেই এসে পড়ে পরকীয়া।
গবেষকদের কথায়, সমীক্ষা বলছে, পুরুষদের তুলনায় মহিলারই নাকি চট করে পরকীয়ায় জড়িয়ে পড়েন। আর এর ফলে স্বামীর সঙ্গে তাঁদের সম্পর্ক আরও জোরদার হয়। অন্যদিকে, পুরুষরা নাকি পরকীয়া করলে স্ত্রীয়ের প্রতি আরও দায়িত্ববান হয়ে ওঠেন। সুতরাং পরকীয়া মানেই যে বাজে জিনিস তা কিন্তু একেবারেই নয়।
পুরুষ না মহিলা, কারা বেশি পরকীয়ায় জড়িয়ে পড়েন? কী বলছে সাম্প্রতিক সমীক্ষার রিপোর্ট?
মুখের অবাঞ্ছিত লোমের কারণে অস্বস্তি? ঘরোয়া উপায়ে সমস্যার সমাধান করুন
সমীক্ষার সাবধানবাণী